বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিরোধ টিকাদান শুরু

মশা-বাহিত ম্যালেরিয়া রোগের বিস্তার থেকে শিশুদের রক্ষা করার চেষ্টায় বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকাদান কর্মসূচী আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মালাওয়িতে শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ ঘোষণা করেছে যে বিশাল আকারের একটি পরীক্ষামূলক কর্মসূচীর আওতায় সংস্থা মালাওয়িতে দুই বছর ও কম বয়সী শিশুদের টিকা দিতে শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ব্রিটেনের প্রধান একটি ওষুধ প্রস্তুত কোম্পানি ও অন্যান্যদের টিকা তৈরি করে নিতে কমপক্ষে ৩০ বছর লেগে যায়। সংস্থা জানায় যে প্রয়োগগত পরীক্ষায় ম্যালেরিয়ার ১০টি ঘটনার মধ্যে চারটির কাছাকাছিতে টিকা রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

এখন পর্যন্ত রোগের কার্যকর কোন টিকা পাওয়া যায়নি এবং প্রচলিত প্রতিরোধ পদক্ষেপের মধ্যে মশারির ব্যবহার অন্তর্ভুক্ত আছে।