বাধ্যতামূলক বন্ধ্যা-করণের জন্য ক্ষতিপূরণ দেয়ার বিল জাপানের সংসদের অনুমোদন

জাপানের সংসদ একটি বিল কার্যকর করেছে, বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়া দেশের ত্রুটিমুক্ত প্রজনন সংরক্ষণ আইনের অধীনে বাধ্যতামূলক বন্ধ্যা-করণে ক্ষতিগ্রস্তদের সমস্যার নিষ্পত্তি যেটা করে দেবে।

সংসদের উচ্চকক্ষ আজ সকালে বিলটি অনুমোদন করে।

মানসিক অসুখ, জিনগত অসুস্থতা অন্যান্য অসুখে রোগীদের সম্মতি সাপেক্ষে কিংবা সম্মতি ছাড়া বন্ধ্যা-করণের বেলায় এরা প্রত্যেকে ৩২ লক্ষ ইয়েন বা ২৮ হাজার ডলারের বেশি এককালীন অর্থ পাবেন।

অর্থ পাওয়ার জন্য এদের প্রত্যেকের তাঁদের যে বাধ্যতামূলকভাবে বন্ধ্যা-করণ করা হয় সেই মর্মে সনদ প্রদানের জন্য চিকিৎসকদের বিশেষ একটি প্যানেল এবং আইনজীবীদের অনুরোধ করতে হবে।

আইনটি কার্যকর হওয়ার পাঁচ বছরের মধ্যে আবেদনকারীদের অবশ্যই ব্যক্তিগতভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমান করছে প্রায় ২৫ হাজার ব্যক্তি ক্ষতিপূরণ লাভের যোগ্য বিবেচিত হবেন। মন্ত্রণালয় এছাড়া পুরনো আইনটি কিভাবে কার্যকর হয় এবং ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দিকে দৃষ্টিপাতের পরিকল্পনা করছে। সরকার আজ পরবর্তী সময় থেকে আইনটি প্রয়োগ করছে এবং আবেদনপত্র গ্রহণ শুরু করেছে।

১৯৯৬ সাল পর্যন্ত কার্যকর থাকা অতীতের ত্রুটিমুক্ত প্রজনন আইন মানসিক অথবা জিনগত অসুস্থতা কিংবা উপলব্ধি-গত অন্যান্য সমস্যায় ভোগা লোকজনের বন্ধ্যা-করণের অনুমতি কর্তৃপক্ষকে দিয়েছিল।