টোকিওর শ্রীলংকা দূতাবাসে শোক পালন

গত রবিবার শ্রীলংকার প্রাণঘাতী বোমা হামলায় নিহতদের উদ্দেশ্যে প্রার্থনা করতে টোকিওর শ্রীলংকা দূতাবাসের সামনে ১০০ র বেশি লোক সমবেত হয়েছেন।

শোকবার্তা গ্রহণের লক্ষ্যে, বুধবার, ভবনের সামনে একটি টেবিল বসিয়ে রাখে দূতাবাস।

টোকিওতে বসবাসকারী শিক্ষার্থীরা সহ শ্রীলংকার লোকজন সেখানে গিয়ে ফুল এবং বার্তা রেখে যান।

একজন নারী বলেন, তিনি ঐ হামলার কথা জানতে পেরে মর্মাহত। তিনি এন এইচ কে কে বলেন যে দূতাবাসে আসা কয়েকজন লোক তাঁদের আত্মীয় স্বজন এবং বন্ধু হারিয়েছেন। গভীর বেদনা অনুভব করলেও শিগগিরি সেখানে শান্তি ফিরে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

শ্রীলংকার বৃহত্তম শহর কলোম্বোর গির্জা এবং হোটেল সহ পূর্ব দিকের এক শহরে সংঘটিত বোমা হামলায় এখনো পর্যন্ত ৩৫৯ জন মৃত এবং অপর ৫০০ জন আহত হয়েছেন।