• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় বাংলাদেশ

    বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় অপরূপ সাজে বাংলাদেশের জাতীয় পতাকা আলোক সজ্জার মাধ্যমে প্রদর্শন করা হয়। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টায় বাংলাদেশের স্বাধীনতা দিবসকে স্বাগত জানিয়ে এ সম্মান প্রদর্শন করে আরব আমিরাত।
    বন্ধুপ্রতিম দেশ আরব আমিরাত বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে বন্ধুত্ব, ভালোবাসা, ভ্রাতৃত্ব, সংহতি ও সম্মানের অনন্য নজির স্থাপন করে বাংলাদেশের লাল সবুজের অপরূপ জাতীয় পতাকার লেজার শো বিশ্বের সর্বোচ্চ টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করে বিশ্ববাসীকে যেভাবে জানান দিয়েছে তা খুবই বিরল। এমন সম্মান প্রদর্শন ও স্বীকৃতিতে আনন্দে উদ্বেলিত প্রবাসীরা। এ জন্য আরব আমিরাত সরকারকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানিয়েছেন আবুধাবি বাংলাদেশ দূতাবাস, দুবাই বাংলাদেশ কনস্যুলেট, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি প্রিয় জন্মভূমি বাংলাদেশের সম্মানবৃদ্ধিতে যারা উদ্যোগ নিয়ে এমন একটি সুন্দর কাজ করে অনন্য অবদান রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

    আগামীকাল জাপানে নতুন একটি যুগের নাম উন্মোচন করা হবে

    আগামীকাল জাপানে নতুন একটি যুগের নামকরণের সিদ্ধান্ত নেয়া হবে। মন্ত্রীসভায় নেয়া সিদ্ধান্তের পর চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা কাল সকাল সাড়ে এগারটায় নতুন যুগের নাম ঘোষণা করবেন। বর্তমান যুগের নাম হচ্ছে হেইসেই।

    চলতি মাসের ১৪ তারিখে সরকার বেশ কয়েকজন বিশেষজ্ঞকে নতুন নামের পাঁচটি বিকল্প সুপারিশের অনুরোধ করেছিল। বিশেষজ্ঞরা এরপর প্রতিটি বিকল্পের অর্থ ও উৎস সহ তাঁদের প্রস্তাবসমূহ পেশ করেন।

    সরকার শুরুতে নাম সহজে লেখা ও পাঠ-যোগ্য কিনা সেরকম বিভিন্ন শর্ত অনুযায়ী তালিকা সংক্ষিপ্ত করে নেবে। এরপর আগামীকাল সকালে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি প্যানেলের কাছে কয়েকটি সম্ভাব্য প্রার্থীর নাম সরকারের পেশ করার কথা।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি এরপর মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করার আগে সংসদের উভয় কক্ষের প্রধান ও উপ-প্রধানদের মতামত শুনবেন।

    দিনের বেলায় ঘোষিত হতে যাওয়া যুগের নাম পরিবর্তন সংক্রান্ত সরকারের একটি অধ্যাদেশে নতুন যুগের নাম চূড়ান্ত করা হবে।

    সকাল সাড়ে এগারটায় সুগার ঘোষণার পর প্রধানমন্ত্রী শিনযো আবে দুপুরের দিকে নাম বাছাই করে নেয়ার ব্যাখ্যা দেবেন।

    মে মাসের ১ তারিখে যুবরাজ আকিহিতো সিংহাসনে আরোহণ করার সময় থেকে নতুন নাম কার্যকর হবে। একদিন আগে ৩০ এপ্রিল সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন।