আগামীকাল জাপানে নতুন একটি যুগের নাম উন্মোচন করা হবে

আগামীকাল জাপানে নতুন একটি যুগের নামকরণের সিদ্ধান্ত নেয়া হবে। মন্ত্রীসভায় নেয়া সিদ্ধান্তের পর চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা কাল সকাল সাড়ে এগারটায় নতুন যুগের নাম ঘোষণা করবেন। বর্তমান যুগের নাম হচ্ছে হেইসেই।

চলতি মাসের ১৪ তারিখে সরকার বেশ কয়েকজন বিশেষজ্ঞকে নতুন নামের পাঁচটি বিকল্প সুপারিশের অনুরোধ করেছিল। বিশেষজ্ঞরা এরপর প্রতিটি বিকল্পের অর্থ ও উৎস সহ তাঁদের প্রস্তাবসমূহ পেশ করেন।

সরকার শুরুতে নাম সহজে লেখা ও পাঠ-যোগ্য কিনা সেরকম বিভিন্ন শর্ত অনুযায়ী তালিকা সংক্ষিপ্ত করে নেবে। এরপর আগামীকাল সকালে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি প্যানেলের কাছে কয়েকটি সম্ভাব্য প্রার্থীর নাম সরকারের পেশ করার কথা।

চিফ ক্যাবিনেট সেক্রেটারি এরপর মন্ত্রীসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করার আগে সংসদের উভয় কক্ষের প্রধান ও উপ-প্রধানদের মতামত শুনবেন।

দিনের বেলায় ঘোষিত হতে যাওয়া যুগের নাম পরিবর্তন সংক্রান্ত সরকারের একটি অধ্যাদেশে নতুন যুগের নাম চূড়ান্ত করা হবে।

সকাল সাড়ে এগারটায় সুগার ঘোষণার পর প্রধানমন্ত্রী শিনযো আবে দুপুরের দিকে নাম বাছাই করে নেয়ার ব্যাখ্যা দেবেন।

মে মাসের ১ তারিখে যুবরাজ আকিহিতো সিংহাসনে আরোহণ করার সময় থেকে নতুন নাম কার্যকর হবে। একদিন আগে ৩০ এপ্রিল সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন।