• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে কর্মক্ষম জনসংখ্যা রেকর্ড সর্বনিম্ন

    সর্বশেষ এক উপাত্তে দেখা যাচ্ছে যে, জাপানি জনসংখ্যা অব্যাহতভাবে প্রবীণ হচ্ছে, আর এর পাশাপাশি কর্মক্ষম জনসংখ্যা পূর্ববর্তী এক রেকর্ড সর্বনিম্ন সংখ্যার সমান হয়েছে।

    অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় অনুমান করছে যে, গত অক্টোবর মাসের হিসাব অনুযায়ী, বিদেশি অধিবাসী সহ মোট জনসংখ্যা দাঁড়ায় প্রায় ১২ কোটি ৬৪ লক্ষে।

    এই সংখ্যা থেকে দেখা যাচ্ছে, জাপানের জনসংখ্যা পর পর আট বছর হ্রাস পেয়েছে। রেকর্ডে আরও দেখা যাচ্ছে, এ বছরের হ্রাস ২ লক্ষ ৬৩ হাজার জন বা ০.২১% হচ্ছে সর্বোচ্চ। জাপানের জনসংখ্যা ২০০৮ সালে সর্বোচ্চ ছিল।

    কর্মক্ষম জনসংখ্যা অর্থাৎ যাদের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে, তাদের সংখ্যা হচ্ছে ৭ কোটি ৫৪ লক্ষ। এই বয়সের লোকজন মোট জনসংখ্যার প্রায় ৬০% যা যুদ্ধ পরবর্তী সময়ে ১৯৫০ সালের রেকর্ড সর্বনিম্ন সংখ্যার সমান।

    জনসংখ্যার মধ্যকার ৬৫ বা তদুর্ধ্ব বয়সী লোকের সংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৫৫ লক্ষে যা মোট জনসংখ্যার প্রায় ২৮% এবং রেকর্ড সর্বোচ্চ। এই বয়সের গ্রুপের অর্ধেকেরও বেশি লোকের বয়স ৭৫ বা তদুর্ধ্ব।

    ১৫ বছরের কম বয়সী শিশুর মোট সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৫৪ লক্ষে এবং তাদের সংখ্যা ১২% কমে গেছে যা রেকর্ড সর্বনিম্ন।

    তিন মাস বা এর থেকে বেশি সময় ধরে জাপানে বাস করা বিদেশি অধিবাসীদের সংখ্যা দাঁড়ায় প্রায় ২২ লক্ষে যা পর পর ৬ বছর ধরে বৃদ্ধি পাচ্ছে।

    সুযুকির অসত্য প্রতিবেদন

    সরকারের কাছে পেশ করা সুযুকি মটরের একটি প্রতিবেদনে, নির্মাতা কোম্পানিটি ১৯৮১ সাল থেকে গাড়ির ব্রেক ও ইঞ্জিন বিষয়ে ভ্রান্ত পরীক্ষা চালিয়ে এসে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

    গতকাল কোম্পানির প্রেসিডেন্ট তোশিহিরো সুযুকি, বাইরের বিশেষজ্ঞদের পরিচালিত অনুসন্ধানের ভিত্তিতে প্রণীত প্রতিবেদনটি পরিবহন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন।

    গত সেপ্টেম্বরে মন্ত্রণালয়ের পরিচালিত সরেজমিন অনুসন্ধানে, পূর্বে অন্যভাবে বলা হলেও কোম্পানিটি জ্বালানি সাশ্রয় এবং গ্যাস নিঃসরণ বিষয়ক প্রাক চালান পরিদর্শনের উপাত্ত পরিবর্তন করে বলে প্রকাশ পায়।

    নতুন প্রতিবেদনে, পরিদর্শকদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশিক্ষণরত সহকারীরা এককভাবে পরিদর্শন কাজ চালানোর বিষয়ও জানা যায় বলে উল্লেখ করা হয়।

    মটরগাড়ি নির্মাতা কোম্পানিটি, ইতোমধ্যে কোম্পানির পরিদর্শন ব্যবস্থা সংশোধন করা হয়েছে বলে জানায়। কোম্পানি, পরিদর্শকের সংখ্যা দ্বিগুণে বৃদ্ধি করার পরিকল্পনা করছে বলেও উল্লেখ করে।

    সাংবাদিকদের কোম্পানির প্রেসিডেন্ট, অন্যান্য কোম্পানিতে সরবরাহ করা গাড়িসহ প্রায় ২০ লাখ মটরগাড়ি রিকল বা ফেরত ডেকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান।