সুযুকির অসত্য প্রতিবেদন

সরকারের কাছে পেশ করা সুযুকি মটরের একটি প্রতিবেদনে, নির্মাতা কোম্পানিটি ১৯৮১ সাল থেকে গাড়ির ব্রেক ও ইঞ্জিন বিষয়ে ভ্রান্ত পরীক্ষা চালিয়ে এসে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

গতকাল কোম্পানির প্রেসিডেন্ট তোশিহিরো সুযুকি, বাইরের বিশেষজ্ঞদের পরিচালিত অনুসন্ধানের ভিত্তিতে প্রণীত প্রতিবেদনটি পরিবহন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন।

গত সেপ্টেম্বরে মন্ত্রণালয়ের পরিচালিত সরেজমিন অনুসন্ধানে, পূর্বে অন্যভাবে বলা হলেও কোম্পানিটি জ্বালানি সাশ্রয় এবং গ্যাস নিঃসরণ বিষয়ক প্রাক চালান পরিদর্শনের উপাত্ত পরিবর্তন করে বলে প্রকাশ পায়।

নতুন প্রতিবেদনে, পরিদর্শকদের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশিক্ষণরত সহকারীরা এককভাবে পরিদর্শন কাজ চালানোর বিষয়ও জানা যায় বলে উল্লেখ করা হয়।

মটরগাড়ি নির্মাতা কোম্পানিটি, ইতোমধ্যে কোম্পানির পরিদর্শন ব্যবস্থা সংশোধন করা হয়েছে বলে জানায়। কোম্পানি, পরিদর্শকের সংখ্যা দ্বিগুণে বৃদ্ধি করার পরিকল্পনা করছে বলেও উল্লেখ করে।

সাংবাদিকদের কোম্পানির প্রেসিডেন্ট, অন্যান্য কোম্পানিতে সরবরাহ করা গাড়িসহ প্রায় ২০ লাখ মটরগাড়ি রিকল বা ফেরত ডেকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান।