• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অ্যান্টিবায়োটিকে হৃদরোগ

    রোগ নিরাময়ের জন্য চিকিৎসার জন্য রোগীদের কাছে অ্যান্টিবায়োটিক ওষুধের নির্ভরতা ক্রমশ বেড়ে চলেছে। কারণে অকারণে এর প্রয়োগ এবং চাহিদা ব্যাপকমাত্রায় বেড়ে চলেছে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ও প্রয়োগের কারণে নেতিবাচক প্রভাব দেখা গিয়েছে। যা বিশেষজ্ঞদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে। বিশেষত মহিলাদের ক্ষেত্রে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক নেয়ার ফলে স্ট্রোক ও হৃদযন্ত্রের সমস্যার প্রবল সম্ভাবনা দেখা দিতে পারে।
    কিউই নামে এক সংস্থা ৩৬, ৪২৯ জন ষাট বছর বয়সী ভারতীয় মহিলার উপর সমীক্ষা করে দেখেছেন। যাঁরা কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছেন। এরপর রিপোর্টে দেখা গেছে, এদের মধ্যে প্রায় হাজার জনই স্ট্রোক ও হৃদযন্ত্রের সমস্যার শিকার হয়েছেন। মধ্যবয়স্কদের মধ্যেও এই প্রবণতা দেখা গেছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, মধ্যবয়স্ক মহিলাদের প্রায় আট বছর ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আসছেন। যাঁদের মধ্যে প্রবল আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

    জাপানে ১০ দিন টানা ছুটি ঘোষণা করায় ক্ষুব্ধ কর্মজীবীরা!

    কাজ পাগল জাপানীরা ১০ দিনের টানা ছুটি ভোগ শুরু করছেন। শনিবার থেকে নজিরবিহীন এ ছুটি শুরু হয়েছে। জাপানে এত দীর্ঘ সময় টানা কাজবিহীন থাকার কথা ভাবতে পারেন না সাধারণ মানুষ। তাই অনেকেই সরকারের ওপর বিরক্তি প্রকাশ করেছে।

    মঙ্গলবার সম্রাট আকিহিতো বিদায় নেবেন এবং তার বড়ো ছেলে নারুহিতো (৫৯) সিংহাসনে বসবেন। পুরনো সম্রাটের বিদায় এবং নতুন সম্রাটের অভিষেক অনুষ্ঠান ছাড়াও জাপানীরা দেশটির ঐতিহ্যবাহী ‘গোল্ডেন উইক’ও এ সময়ে উদযাপন করবে। দুটি উপলক্ষ মিলিয়ে টানা ছুটি ঘোষণা করা হয়েছে।

    তবে একটানা বেশ কয়েকদিনের ছুটিতে সন্তুষ্ট নয় জাপানীরা। অধিকাংশ মানুষই বিরক্তি প্রকাশ করেছে। কারণ, তাদের মতে এ সময়ে নানা ধরনের কাজ বিঘ্নিত হবে।

    জাপানী দৈনিক আশাহি শিম্বুন-এর এক জরিপে দেখা গেছে, ৪৫ শতাংশ জাপানী টানা ছুটিতে খুশি নন। মাত্র ৩৫ শতাংশ জাপানী সন্তুষ্টি প্রকাশ করেছে।

    এদিকে বেশ কয়েকদিনের এ ছুটি কাটাতে রেকর্ড সংখ্যক লোক বিদেশ ও দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছে। ফলে ভিড় উপছে পড়ছে বিমানবন্দর ও রেলস্টেশনে।

    এ সময়ে কেউ কেউ জাতীয় অনুষ্ঠানগুলো দেশের মধ্যে পালন করলেও অনেকেই ছুটি কাটাতে বিদেশ পাড়ি দিচ্ছে। শনিবার টোকিওর নারিতা বিমানবন্দর থেকে রেকর্ডসংখ্যক ৬০ হাজার ৭শ লোক বিদেশের উদ্দেশ্যে যাত্রা করছে। জাপানের জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে এ তথ্য জানিয়েছে।

    এদিকে দেশে যারা ছুটি কাটাতে যাচ্ছে তারা টোকিও স্টেশনে বুলেট ট্রেনের জন্যে ভিড় করছে। কেউ তাদের নিজ গ্রাম আবার কেউবা আশেপাশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছে।

    জাপানের ট্রাভেল এজেন্সি (জেটিভি) বলছে, দীর্ঘ এ ছুটিতে দু’কোটি ৪৬ লাখ ৭০ হাজার লোক দেশ ও বিদেশে বেড়াতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আগামী ৬ মে পর্যন্ত ব্যাংগুলো বন্ধ থাকবে বলে সেখানেও টাকা তোলার জন্যে দীর্ঘলাইন পড়েছে।