রিয়ুগু গ্রহাণুতে কৃত্রিম গর্ত সৃষ্টির জন্য হায়াবুসা-২ এর অবতরণ শুরু
জাপানের মহাকাশ অনুসন্ধান যান হায়াবুসা-২ রিয়ুগু গ্রহাণুতে একটি নতুন অভিযান শুরুর জন্য ক্রমশ নিচে নামছে। এবারের মিশনের লক্ষ্য হল মহাকাশের ঐ গ্রহাণুর ভূ-অভ্যন্তরের অবস্থা সম্পর্কে গবেষণার জন্য এর পৃষ্ঠের উপর একটি কৃত্রিম গর্তের সৃষ্টি করা। গ্রহাণুটি পৃথিবী থেকে ৩৪ কোটি কিলোমিটার দূরে অবস্থিত।
জাপান মহাকাশ গবেষণা সংস্থা, জাক্সা বলছে, জাপান সময় আজ প্রায় ১টার দিকে ২০ হাজার মিটার উচ্চতা থেকে হায়াবুসা-২ রিয়ুগুর দিকে অবরোহণ শুরু করে।
পরিকল্পনা অনুযায়ী মহাকাশ অনুসন্ধান যানটি আগামীকাল সকাল ১১টার কিছু পূর্বে গ্রহাণুটি থেকে ৫০০ মিটার উপরে থাকাকালীন একটি “ইমপ্যাক্টর” বা “আঘাতকারী” বস্তু ছাড়বে।
৪০ মিনিট পর ইমপ্যাক্টরটি বিস্ফোরিত হয়ে গ্রহাণুটির অভিমুখে একটি ধাতব বস্তু ছুঁড়বে যেটি সেকেন্ডে ২ কিলোমিটার গতিতে রিয়ুগু’র পৃষ্ঠে একটি কৃত্রিম গর্তের সৃষ্টি করবে।
ঐ গর্ত থেকে পাথরের নমুনা সংগ্রহের জন্য পরবর্তী কোন দিনে রিয়ুগুর ভূমিতে দ্বিতীয়বারের মত হায়াবুসা-২ এর অবতরণের পরিকল্পনা করছে জাক্সা।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে অনুসন্ধান যানটি প্রথম রিয়ুগু’তে অবতরণ করে।
জাক্সা কর্মকর্তারা বলেছেন, সেসময়ও হায়বুসা-২ রিয়ুগু থেকে পাথরের কিছু নমুনা সংগ্রহ করেছিল বলে মনে করা হচ্ছে।