১০ দিনের ছুটির প্রথম দিন যাত্রীদের ভিড়

জাপানে আজ থেকে ১০ দিনের ছুটি আরম্ভ হওয়ায়, নিজেদের দেশের বাড়ি এবং অন্যান্য স্থান অভিমুখী লোকজনের ভিড়ে সড়ক, ট্রেন ও বিমানবন্দরগুলো পরিপূর্ণ ছিল।

জাপান রেলওয়ে কোম্পানিগুলো, আজ টোকিও ও দেশের প্রধান শহরগুলো ছেড়ে যাওয়া শিনকানসেন বা বুলেট ট্রেনগুলোতে সর্বোচ্চ সংখ্যক যাত্রী ছিল বলে জানায়।

তারা, আজ সকালে ছেড়ে যাওয়া অধিকাংশ বুলেট ট্রেনের অনির্ধারিত আসনের বগিগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে বেশী যাত্রী ছিল বলে জানায়।

আজ টোকিওর অদূরে অবস্থিত নারিতা বিমানবন্দর থেকে রেকর্ড প্রায় ৬০ হাজার ৭শ জন জাপান ত্যাগ করে যায়। পর্যটকরা, বিমানবন্দরের নির্গমন লবিতে দীর্ঘ লাইন তৈরি করেন।

বিমান কোম্পানির কর্মকর্তারা, টোকিও ও ওসাকা ত্যাগ করা প্রায় সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট যাত্রীতে পরিপূর্ণ ছিল বলে জানান।