• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ২০২০ সালের মধ্যে জাপানে ্যান্টিবায়োটিকের ব্যবহার একতৃতীয়াংশ হ্রাস করা হবে

    ২০২০ সালের দেশে অ‌্যান্টিবায়োটিকের ব্যবহার বর্তমানের অন্ততঃ এক-তৃতীয়াংশ হ্রাস করতে জাপান সরকার মঙ্গলবার একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, অ‌্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সাথে লড়াইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর বিশ্বব্যাপী অ‌্যান্টিবায়োটিকের ব্যবহার হ্রাসে একটি পরিকল্পনা গ্রহণ করে, পরিকল্পনা অনুসারে সদস্য দেশ গুলোকে দুই বছরের মধ্যে অ‌্যান্টিবায়োটিকের ব্যবহার হ্রাসে জাতীয় ভাবে পরিকল্পনা প্রণয়নের অনুরোধ জানানো হয়।

    অ‌্যাটিবায়োটিক-প্রতিরোধী ব্যকটেরিয়ার সংক্রমণে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২০১৩ সালে ছিলো ৭ লক্ষের মতো। ধারণা করা হচ্ছে কোনো ব্যবস্থা না নিলে এ ভাবে চলতে থাকলে ২০৫০ সালে এই সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাবে।

    কর্ম পরিকল্পনা অনুসারে জাপান সরকার যথাযথ ভাবে অ‌্যাটিবায়োটিক ব্যবহারের উপর একটি গাইডলাইন তৈরি করবে, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে জনগনের উপলব্ধি এবং বয়স্কদের সেবায় অ‌্যাটিবায়োটিকের সঠিক ব্যবহারের উপর গবেষণা পরিচালনা করা হবে।

    অ‌্যাটিবায়োটিকের ব্যবহার হ্রাসের মাধ্যমে সরকার ব্যাপক ভাবে অ‌্যাটিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া কমিয়ে ফেলতে চান, এসব ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে- স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া, টেফিলোকাস অরেউস এবং এস্কারিশিয়া কোলাই বা ইকোলাই।

    জাপানে সাহিত্য সভা বিদায় সম্বর্ধনা

    বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম ,জাপান আয়োজিত দ্বি মাসিক সাহিত্য সভার এবারের আয়োজনটি ছিল গেল রোববার,৩ এপ্রিল.২০১৬ শিবূইয়ার কুরিৎসু কিনরো ফুকুশি কাইকান হলে।দুপুর একটা থেকে শূরু অনুস্ঠানের প্রথম পর্বটি ছিল সাহিত্য সভা। ফোরামের উপদেষ্টা মনজুরুল হকের উপস্হিতিতে জুয়েল আহসান কামরুলের সভাপতিত্বে মোতালেব শাহ আই্য়ুবের চমৎকার ব্যান্জনাময় উপস্হাপনায় স্বরচিত লেখা পাঠ,কবিতা আবৃতি,সাহিত্য আলোচনায় অংশ গ্রহন করেন মনজুরুল হক,প্রবির বিকাশ সরকার,কাজী ইনসানুল হক,জুয়েল আহসান কামরুল,মোতালেব শাহ আইয়ুব,মাইনুল শাওন,কমল বড়ুয়া,মইনুল ইসলাম মিল্টন,মোহাম্মদ হারুন,এম এ শাহীন,মোহাম্মদ নাজিমউদ্দিন,হোসাইন মুনির,সংগিতা রাজবংশী দাস,আরশাদ উল্লাহ,মোতাহের হোসেন,ছালেহ মোহাম্মদ আরিফ,সর্বানু দাস,দেলওয়ার হোসেন,কামরুল ইসলাম লিপূ,নাজনীন রহমান,সুবর্না নন্দী,লাকী ইসলাম,মিসেস দেলওয়ার ,মিসেস ঘোষ,আবদুর রাজ্জাক প্রমূখ।
    অনুষ্ঠানের শুরতে সদ্যপ্রয়াত কবি রফিক আজাদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
    এবারের বই মেলায় প্রকাশিত জাপান প্রবাসী লেখকদের বইগুলো প্রদর্শনের ব্যবস্হা ছিল।উপস্হাপক ফোরামের পক্ষ থেকে লেখকদের অভিনন্দন জানান।ছোট্ট আনুসুয়া ও বাংলা কবিতা ও জাপানী গান গেয়ে সবার বাহবা পান।
    অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের প্রথম সচিব,জাপান দুতাবাস থেকে বাংলাদেশ মন্ত্রনালয়ে বদলি হওযা কমিউনিটির সবার প্রিয় বেবীরানী কর্মকারকে ফোরামের পক্ষ থেকে ফূল দিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হয়।সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরকৃত সম্মাননা ,উপস্হিত সবার মতামত সম্বলিত স্মারক শূভেচ্ছা কার্ড সহ সুভেনির দেয়া হয়।
    উপস্হিত সবাই সরকারী দায়িত্বে একনিষ্ট সদাহাস্য,বিনয়ী ও বেবীরানীকে বিদায় জানাতে নিজেদের সাময়িক কষ্টের কথা জানান ও তার উত্তোরত্তর সাফল্য কামনা করেন।বেবীরানী কর্মকারও জাপান প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ও বাকী জীবনে মানুষের কল্যানে ভূমিকা রাখার অভিপ্রায় ব্যাক্ত করেন।
    ফোরাম সভাপতি সভায় আসা সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।