• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • একটি ভুল মাসআলা

    Posted by admin on April 4
    Posted in Uncategorized 

    একটি ভুল মাসআলা : স্বামী কি মৃত স্ত্রীকে দেখতে পারবে না?

    কারো কারো ধারণা, স্বামীর জন্য তার মৃত স্ত্রীর চেহারা দেখা জায়েয নেই। তেমনি কেউ কেউ মনে করে, স্ত্রীর জন্যও তার মৃত স্বামীর চেহারা দেখা জায়েয নেই। তাদের এ ধারণা ভুল। মৃত স্ত্রীর চেহারা যেমন স্বামী দেখতে পারবে, তেমনি স্ত্রিও তার মৃত স্বামীর চেহারা দেখতে পারবে।

    একটি ভুল ধারণা : রোযা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোযা ভেঙে যায়?

    কেউ কেউ মনে করেন, রোযা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোযা ভেঙে যাবে। তাদের এ ধারণা ঠিক নয়। স্বপ্নদোষের কারণে রোযা ভাঙে না।

    একটি বর্ণনায় এসেছে, তিনটি বস্তু রোযা ভঙ্গের কারণ নয়; বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। (মুসনাদে বাযযার, হাদীস ৫২৮৭; নসবুর রায়াহ ২/৪৪৭; মাজমাউয যাওয়ায়েদ ৩/১৭০; জামে তিরমিযী, হাদীস ৭১৯; সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪)

    সুতরাং রোযা অবস্থায় স্বপ্নদোষ হলে রোযা ভেঙে যায়- এ ধারণা ঠিক নয়।

    চীনের সাথে উত্তেজনার মধ্যেই জাপানের যুদ্ধজাহাজ, সাবমেরিন ভিড়লো ফিলিপাইনে

    জাপানের দু’টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন ফিলিপাইনের একটি বন্দরে রোববার নোঙর করেছে, সন্নিকটেই রয়েছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সমুদ্র এলাকা যেখানে বেইজিং ঘন ঘন তার শক্তি প্রদর্শন করে চলেছে যা নিয়ে বিশ্ব উদ্বিগ্ন।

    জলপথে বিরোধের তীব্র উত্তেজনায় ম্যানিলা টোকিও’র সাথে সম্পর্ক গভীর করতে চাইছে, তার জলপথের প্রায় গোটা অংশটাই চীন দাবি করে বসেছে।

    জাপানি সাবমেরিন ওইয়াশিও এবং ডেস্ট্রয়ার জেএস আরিয়াকে এবং জেএস সেতোগিরি নিয়মিত সফরে সুবিক বন্দরে রোববার নোঙর করে। বন্দরটি সাবেক মার্কিন নৌঘাঁটি এবং চীন থেকে ২০০ কিলোমিটার দূরে।

    “সফরটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং প্রতিবেশী নৌবাহিনীর মধ্যে নৌসহযোগিতার প্রসারে নিবেদিত” ফিলিপাইন নৌবাহিনীর কমান্ডার লুয়েড লিনকুনা বলেন।