চীনের সাথে উত্তেজনার মধ্যেই জাপানের যুদ্ধজাহাজ, সাবমেরিন ভিড়লো ফিলিপাইনে

জাপানের দু’টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন ফিলিপাইনের একটি বন্দরে রোববার নোঙর করেছে, সন্নিকটেই রয়েছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত সমুদ্র এলাকা যেখানে বেইজিং ঘন ঘন তার শক্তি প্রদর্শন করে চলেছে যা নিয়ে বিশ্ব উদ্বিগ্ন।

জলপথে বিরোধের তীব্র উত্তেজনায় ম্যানিলা টোকিও’র সাথে সম্পর্ক গভীর করতে চাইছে, তার জলপথের প্রায় গোটা অংশটাই চীন দাবি করে বসেছে।

জাপানি সাবমেরিন ওইয়াশিও এবং ডেস্ট্রয়ার জেএস আরিয়াকে এবং জেএস সেতোগিরি নিয়মিত সফরে সুবিক বন্দরে রোববার নোঙর করে। বন্দরটি সাবেক মার্কিন নৌঘাঁটি এবং চীন থেকে ২০০ কিলোমিটার দূরে।

“সফরটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং প্রতিবেশী নৌবাহিনীর মধ্যে নৌসহযোগিতার প্রসারে নিবেদিত” ফিলিপাইন নৌবাহিনীর কমান্ডার লুয়েড লিনকুনা বলেন।