• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কিউশুতে ভুমিকম্প অব্যাহত

    দক্ষিণ-পশ্চিম জাপানের কিউশু অঞ্চলে ভূমিকম্প অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ২ সপ্তাহে কুমামোতো এবং ওইতা প্রিফেকচারে মোট ভূমিকম্পের সংখ্যা ছিলো ১,০৩৭টি।

    শুক্রবার সকালে দু’টি ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইয়াৎসুশিরো এবং উকি এলাকায়। দু’টি স্থানই কুমামোতো এলাকায় অবস্থিত। একই দিন ওইতা প্রিফেকচারে বিকেল ৩টার পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে ইউফু শহরে। ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.৫।

    কুমামোতো’র ৭টি পৌরসভায় ক্রমাগত ভূমিকম্পে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

    কর্মকর্তারা বলেছেন ১৭ জন নিহত হয়েছেন ভূমিকম্পের পরবর্তী শারীরিক ঝক্কি থেকে।

    কর্মকর্তারা এলাকার সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

    জাপানে বসন্তের ছুটি শুরুঃ শহর ত্যাগের ধুম

    জাপানে বার্ষিক “গোল্ডেন উইক” এর ছুটি শুরু হয়েছে।

    মহাসড়ক, রেলওয়ে এবং বিমানবন্দর গুলো শুক্রবার ভ্রমণ বা নিজ শহরে ছুটি কাটাতে শহর ছেড়ে যাওয়া মানুষদের ভীড় উপচে পড়ে।

    টোকিও এবং নাগোয়াকে সংযোগকারী তোমেই এক্সপ্রেসওয়ে যানবাহনের ভীড়ে যান চলাচল মন্থর হয়ে পড়ে। মহাসড়কটিতে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্যান্য এক্সপ্রেসওয়ে গুলোতেও প্রবল ভীড় লক্ষ্য করা যায়।

    রেলওয়ে কোম্পানি গুলো বলেছে টোকিও ছেড়ে যাওয়া ট্রেন ও অনেক শিনকানসেন লাইন গুলো শুক্রবার যাত্রীপূর্ণ অবস্থায় ছেড়ে যায়। কোনো কোনো ট্রেন যাত্রী ধারন ক্ষমতার দ্বিগুন যাত্রী বহন করে।

    বিমান সংস্থা গুলো বলছে শুক্রবার টোকিও এবং ওসাকা ছেড়ে যাওয়া প্রায় প্রতিটি আভ্যান্তরিন ফ্লাইট যাত্রীপূর্ণ ছিলো।