• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হাসিনাকে শুভেচ্ছা জানাতে বিএনপির নববর্ষের কার্ড

    বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে ধানমণ্ডি যাচ্ছেন বিএনপির একটি প্রতিনিধি দল। আজ রবিবার বেলা ১২টার দিকে চেয়ারপারসনের একটি কার্ড নিয়ে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যাচ্ছেন ওই দলটি।

    চার সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া। অন্য সদস্যরা হলেন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন ও সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা। বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এ তথ্য নিশ্চিত করেছেন।

     

    টোকিও উপসাগর মাছের পেটে মাইক্রোপ্লাস্টিক

    টোকিও উপসাগর থেকে ধরা ৮০ শতাংশ মাছের পরিপাক তন্ত্রের ভেতর প্লাস্টিকের বর্জ্য পাওয়া গেছে, গবেষকদের তথ্য থেকে এ কথা জানা যায়।

    এসব মাছে খেলে মানবদেহে বড় ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সমস্যা কম কিন্তু এটি জাপানের চারপাশে সাগর দূষিত হয়ে পড়ার শংকাকে বাড়িয়ে তুলছে, টোকিও বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক হিদেশিগে তাকাদা’র নেতৃত্বে গবেষক দল তাদের প্রতিবেদনে উল্লেখ করে।

    গবেষক দলটি গত বছরের অগাষ্টে ৬৪টি জাপানি এনচোভিস (মাছ বিশেষ) নিয়ে গবেষণা চালান এবং তাদের পরিপাক তন্ত্রে ৫ মিমিলিটার পর্যন্ত বড় ১৫০টি অণুবীক্ষণিক প্লাস্টিক কণা দেখতে পান।