টোকিও উপসাগর মাছের পেটে মাইক্রোপ্লাস্টিক

টোকিও উপসাগর থেকে ধরা ৮০ শতাংশ মাছের পরিপাক তন্ত্রের ভেতর প্লাস্টিকের বর্জ্য পাওয়া গেছে, গবেষকদের তথ্য থেকে এ কথা জানা যায়।

এসব মাছে খেলে মানবদেহে বড় ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সমস্যা কম কিন্তু এটি জাপানের চারপাশে সাগর দূষিত হয়ে পড়ার শংকাকে বাড়িয়ে তুলছে, টোকিও বিশ্ববিদ্যালয়ের কৃষি ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক হিদেশিগে তাকাদা’র নেতৃত্বে গবেষক দল তাদের প্রতিবেদনে উল্লেখ করে।

গবেষক দলটি গত বছরের অগাষ্টে ৬৪টি জাপানি এনচোভিস (মাছ বিশেষ) নিয়ে গবেষণা চালান এবং তাদের পরিপাক তন্ত্রে ৫ মিমিলিটার পর্যন্ত বড় ১৫০টি অণুবীক্ষণিক প্লাস্টিক কণা দেখতে পান।