• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হিজাব থাকায় মুসলিম মহিলাকে নামিয়ে দিল বিমান  

    পাশের যাত্রীকে নিয়ে অস্বস্তি হওয়ায় বিমানে নিজের আসন বদলানোর অনুরোধ করেছিলেন মাত্র। তাই বলে বিমান থেকেই নেমে যেতে হবে তাকে, ভাবতে পারেননি হাকিমা আবদুল্লে। মেরিল্যান্ডের বাসিন্দা হাকিমা। গত বুধবার সাউথওয়েস্ট এয়ারলাইন্সের বিমানে শিকাগো থেকে সিয়াটল যাওয়ার কথা ছিল তার। হাকিমা জানান, ওই দিন সব স্বাভাবিকই ছিল। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বিমানেও ওঠেন তিনি। তবে পাশের আসনে বসা ব্যক্তির আচরণে তার অস্বস্তি হতে থাকে। কিছুক্ষণ পর তিনি বিমানবালাকে ডেকে অনুরোধ করেন, যাতে তাকে অন্য কোনো আসনে বসার ব্যবস্থা করে দেয়া হয়। হাকিমা জানাচ্ছেন, এর পরেই তাকে বিমান থেকে নেমে আসতে বলা হয়। কেন তাকে নেমে আসতে হচ্ছে তা বারবার জিজ্ঞাসা করলেও বিমানসংস্থার কর্মীরা তার কোনো প্রশ্নের জবাব দেননি বলেও অভিযোগ করেছেন তিনি। এর পর তাকে টার্মিনালে বসিয়ে রেখে বিমান চলে যায় গন্তব্যে। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তাকর্মীরাও জিজ্ঞাসা করেন বিমান থেকে ওই মহিলাকে কেন নামিয়ে দেয়া হয়েছে। তাতে সংস্থার কর্মীরা জানান, বিমানে ওই মহিলার অস্বস্তি হচ্ছিল। এই ঘটনায় ক্ষুব্ধ ও অপমানিত হাকিমার প্রশ্ন, পরনে হিজাব থাকায় ও মুসলিম সম্প্রদায়ের বলেই কি তার সঙ্গে এমন আচরণ করেছেন ওই বিমানকর্মীরা? এ দিনের ঘটনা নিয়ে বিমানসংস্থার কোনো যুক্তি মানতে নারাজ কাউন্সিল অব আমেরিকান-ইসলামিক রিলেশন্স। কাউন্সিলের এক অফিসারও বলেন, হাকিমাকে অযথা হেনস্থা করেছে বিমানসংস্থা। ঘটনার প্রতিবাদে সরব হন হাকিমার স্বামীও। তবে নিজেদের তরফে কোনো ভুল হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করেন সাউথওয়েস্ট বিমানসংস্থার মুখপাত্র ব্যান্ডি কিংগ। তিনি বলেন, ওই ঘটনা নিয়ে যেটুকু তথ্য পেয়েছি তাতে নিয়মকানুন মানতেই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে মনে হচ্ছে।

    অবশেষে বিশ্ব উষ্ণায়ন চুক্তিতে সাক্ষর করলো জাপান

    জাপান সরকার মঙ্গলবার অবশেষে প্যারিস চুক্তিতে সাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, বিশ্ব উষ্ণায়নে ভূমিকা রাখা গ্যাস গুলোর নির্গমন হ্রাস করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা প্রস্তাবটি অবশেষে আলোর মুখ দেখছে।

    সাক্ষর অনুষ্ঠানটি নিউইয়র্কের জাতিসংঘের সদরসপ্তরে অনুষ্ঠিত হয়, এ সময়ে ১৩০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে আমেরিকা ও চীনা প্রতিনিধিরাও ছিলেন। ৬০টি দেশের নেতারা চুক্তি সাক্ষর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

    ডিসেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে চুক্তির প্রস্তাব গ্রহন করা হয়। চুক্তির লক্ষ্য, বিশ্বের তামমাত্রা বৃদ্ধি ২ থেকে ৩ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা।

    চুক্তিতে সাক্ষরকারী দেশ গুলোকে তাদের গ্রিনহাউজ গ্যাস নির্গমণ হ্রাস করার লক্ষ্যমাত্রা করটুকু অর্জিত হলো তা জাতিসংঘকে প্রতি ৫ বছর অন্তর অন্তর অবহিত করতে হবে।