অবশেষে বিশ্ব উষ্ণায়ন চুক্তিতে সাক্ষর করলো জাপান

জাপান সরকার মঙ্গলবার অবশেষে প্যারিস চুক্তিতে সাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, বিশ্ব উষ্ণায়নে ভূমিকা রাখা গ্যাস গুলোর নির্গমন হ্রাস করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা প্রস্তাবটি অবশেষে আলোর মুখ দেখছে।

সাক্ষর অনুষ্ঠানটি নিউইয়র্কের জাতিসংঘের সদরসপ্তরে অনুষ্ঠিত হয়, এ সময়ে ১৩০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাদের মধ্যে আমেরিকা ও চীনা প্রতিনিধিরাও ছিলেন। ৬০টি দেশের নেতারা চুক্তি সাক্ষর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

ডিসেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে চুক্তির প্রস্তাব গ্রহন করা হয়। চুক্তির লক্ষ্য, বিশ্বের তামমাত্রা বৃদ্ধি ২ থেকে ৩ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখা।

চুক্তিতে সাক্ষরকারী দেশ গুলোকে তাদের গ্রিনহাউজ গ্যাস নির্গমণ হ্রাস করার লক্ষ্যমাত্রা করটুকু অর্জিত হলো তা জাতিসংঘকে প্রতি ৫ বছর অন্তর অন্তর অবহিত করতে হবে।