• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • লাটভিয়ায় নিষিদ্ধ হলো বোরকা  

    বোরকা নিষিদ্ধে আইন করেছে ইউরোপের দেশ লাটভিয়া। প্রকাশ্য স্থানে এই ধর্মীয় পোশাকটি পরার ওপর নিষেধাজ্ঞা দিয়ে জারিকৃত নতুন ওই আইনটি ২০১৭ সাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। দেশটিতে বোরকা পরিহিত নারীর মোট সংখ্যা তিনজন। লাটভিয়ার সংস্কৃতি সংরক্ষণ এবং পোশাকের আড়ালে সন্ত্রাসীদের অস্ত্র বহন ঠেকাতেই নতুন এ আইনটি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ২০১১ সালে প্রকাশ্য স্থানে বোরকা পরা নিষিদ্ধ করে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের হেডস্কার্ফ বা হিজাব নিষিদ্ধ করার পরিকল্পনা জানিয়ে বিতর্কের ঝড় তুলেছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। লাটভিয়ার আইনমন্ত্রী জিনটার রাসনাকস জানান, মুসলিম নারীদের এই ঐতিহ্যগত পোশাকটি পরা ঠেকাতে নয়; বরং লাটভিয়ায় বিদেশিদের কাছে দেশের মূল্যবোধ তুলে ধরতেই আইনটি করা হয়েছে। তিনি বলেন, একজন আইনপ্রণেতার কাজ এসব বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া। আমরা শুধু লাটভিয়ার সংস্কৃতিই সংরক্ষণ করছি না, পুরো ইউরোপের সংস্কৃতিই সংরক্ষণ করছি। বোরাক নিষিদ্ধের বিষয়ে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেবারগা বলেন, এই সময়ে বোরকা পরা সমাজের জন্য বিপজ্জনক। বোরকায় লুকিয়ে যে কেউ একটা রকেট লঞ্চার পর্যন্ত বহন করতে পারে। উল্লেখ্য, লাটভিয়া ইউরোপের ছোট একটি দেশ। এর জনসংখ্যা মাত্র ২০ লাখ, যার মধ্যে মুসলিম রয়েছে এক হাজারের মতো। ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী পুনর্বাসন পরিকল্পনার আওতায় আগামী দুই বছরে ৭৭৬ জন শরণার্থী নেয়ার কথা রয়েছে দেশটির।

    কুমামোতো উদ্ধারাভিযানে শত শত স্বেচ্ছাসেবী

    শুক্রবার হাজার হাজার স্বেচ্ছাসেবী কুমামোতো সহ দক্ষিণ পশ্চিম জাপানের ভূমিকম্প উপদ্রুত প্রিফেকচার গুলোতে হাজির হয়েছেন।

    কুমামোতো শহরে ১ হাজার মানুষ ইতিমধ্যেই স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন। কোনো কোনো উদ্ধারকেন্দ্রে মানুষের স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে তা গুরুতর পর্যায়ে চলে যাচ্ছে।

    ৬.৫ ভূমিকম্প আঘাত হানার পর এক সপ্তাহ অতিক্রম করেছে।

    ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৮ জন।

    টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন তিনি ভূমিকম্প উপদ্রুত কুমামোতো’তে শনিবার সফর করার পরিকল্পনা করেছেন। তিনি স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে অপসারিত মানুষদের জন্যে অস্থায়ী বাড়ি নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।