কুমামোতো উদ্ধারাভিযানে শত শত স্বেচ্ছাসেবী
শুক্রবার হাজার হাজার স্বেচ্ছাসেবী কুমামোতো সহ দক্ষিণ পশ্চিম জাপানের ভূমিকম্প উপদ্রুত প্রিফেকচার গুলোতে হাজির হয়েছেন।
কুমামোতো শহরে ১ হাজার মানুষ ইতিমধ্যেই স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন। কোনো কোনো উদ্ধারকেন্দ্রে মানুষের স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে তা গুরুতর পর্যায়ে চলে যাচ্ছে।
৬.৫ ভূমিকম্প আঘাত হানার পর এক সপ্তাহ অতিক্রম করেছে।
ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৮ জন।
টোকিওতে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন তিনি ভূমিকম্প উপদ্রুত কুমামোতো’তে শনিবার সফর করার পরিকল্পনা করেছেন। তিনি স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে অপসারিত মানুষদের জন্যে অস্থায়ী বাড়ি নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।