কিউশুতে ভুমিকম্প অব্যাহত

দক্ষিণ-পশ্চিম জাপানের কিউশু অঞ্চলে ভূমিকম্প অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ২ সপ্তাহে কুমামোতো এবং ওইতা প্রিফেকচারে মোট ভূমিকম্পের সংখ্যা ছিলো ১,০৩৭টি।

শুক্রবার সকালে দু’টি ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইয়াৎসুশিরো এবং উকি এলাকায়। দু’টি স্থানই কুমামোতো এলাকায় অবস্থিত। একই দিন ওইতা প্রিফেকচারে বিকেল ৩টার পর আরেকটি ভূমিকম্প আঘাত হানে ইউফু শহরে। ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.৫।

কুমামোতো’র ৭টি পৌরসভায় ক্রমাগত ভূমিকম্পে এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা বলেছেন ১৭ জন নিহত হয়েছেন ভূমিকম্পের পরবর্তী শারীরিক ঝক্কি থেকে।

কর্মকর্তারা এলাকার সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।