জাপান, ফ্রান্স সন্ত্রাস–বিরোধী সহযোগিতা বৃদ্ধি করবে
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাংকোয়িস হোল্যান্দে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের পারষ্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি করার বিষয়ে একমত হয়েছেন।
তারা দক্ষিণ চীন সাগরে চীনের চলমান সামরিকীকরণের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন, পাশাপাশি স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বিনিময় হারের প্রয়োজনীয়তার বিষয়ে মতৈক্য প্রকাশ করেন।
“আমরা কখনোই সন্ত্রাসবাদের ঘৃণ্য কাজকে অনুমতি দেব না” হোল্যান্দে’র সাথে আবে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন “ঘনিষ্ঠ সমন্বয় এবং নেতৃত্বের ভূমিকা পালন করতে আমরা এক সাথে কাজ করে যাবো।”
ইউরোপ ট্যুরের অংশ হিসেবে আবে ফ্রান্স সফর করছেন। মে’র শেষে জাপানে জি৭ গ্রুপের বৈঠকের প্রাক্কালে মত বিনিময়ের উদ্দেশ্যে তার এই সফর। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ আলোচনায় অন্যতম প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।