জাপানে সাহিত্য সভা ও বিদায় সম্বর্ধনা
বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম ,জাপান আয়োজিত দ্বি মাসিক সাহিত্য সভার এবারের আয়োজনটি ছিল গেল রোববার,৩ এপ্রিল.২০১৬ শিবূইয়ার কুরিৎসু কিনরো ফুকুশি কাইকান হলে।দুপুর একটা থেকে শূরু অনুস্ঠানের প্রথম পর্বটি ছিল সাহিত্য সভা। ফোরামের উপদেষ্টা মনজুরুল হকের উপস্হিতিতে জুয়েল আহসান কামরুলের সভাপতিত্বে মোতালেব শাহ আই্য়ুবের চমৎকার ব্যান্জনাময় উপস্হাপনায় স্বরচিত লেখা পাঠ,কবিতা আবৃতি,সাহিত্য আলোচনায় অংশ গ্রহন করেন মনজুরুল হক,প্রবির বিকাশ সরকার,কাজী ইনসানুল হক,জুয়েল আহসান কামরুল,মোতালেব শাহ আইয়ুব,মাইনুল শাওন,কমল বড়ুয়া,মইনুল ইসলাম মিল্টন,মোহাম্মদ হারুন,এম এ শাহীন,মোহাম্মদ নাজিমউদ্দিন,হোসাইন মুনির,সংগিতা রাজবংশী দাস,আরশাদ উল্লাহ,মোতাহের হোসেন,ছালেহ মোহাম্মদ আরিফ,সর্বানু দাস,দেলওয়ার হোসেন,কামরুল ইসলাম লিপূ,নাজনীন রহমান,সুবর্না নন্দী,লাকী ইসলাম,মিসেস দেলওয়ার ,মিসেস ঘোষ,আবদুর রাজ্জাক প্রমূখ।
অনুষ্ঠানের শুরতে সদ্যপ্রয়াত কবি রফিক আজাদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এবারের বই মেলায় প্রকাশিত জাপান প্রবাসী লেখকদের বইগুলো প্রদর্শনের ব্যবস্হা ছিল।উপস্হাপক ফোরামের পক্ষ থেকে লেখকদের অভিনন্দন জানান।ছোট্ট আনুসুয়া ও বাংলা কবিতা ও জাপানী গান গেয়ে সবার বাহবা পান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দূতাবাসের প্রথম সচিব,জাপান দুতাবাস থেকে বাংলাদেশ মন্ত্রনালয়ে বদলি হওযা কমিউনিটির সবার প্রিয় বেবীরানী কর্মকারকে ফোরামের পক্ষ থেকে ফূল দিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হয়।সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরকৃত সম্মাননা ,উপস্হিত সবার মতামত সম্বলিত স্মারক শূভেচ্ছা কার্ড সহ সুভেনির দেয়া হয়।
উপস্হিত সবাই সরকারী দায়িত্বে একনিষ্ট সদাহাস্য,বিনয়ী ও বেবীরানীকে বিদায় জানাতে নিজেদের সাময়িক কষ্টের কথা জানান ও তার উত্তোরত্তর সাফল্য কামনা করেন।বেবীরানী কর্মকারও জাপান প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ও বাকী জীবনে মানুষের কল্যানে ভূমিকা রাখার অভিপ্রায় ব্যাক্ত করেন।
ফোরাম সভাপতি সভায় আসা সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।