২০২০ সালের মধ্যে জাপানে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এক–তৃতীয়াংশ হ্রাস করা হবে
২০২০ সালের দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বর্তমানের অন্ততঃ এক-তৃতীয়াংশ হ্রাস করতে জাপান সরকার মঙ্গলবার একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সাথে লড়াইয়ের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছর বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিকের ব্যবহার হ্রাসে একটি পরিকল্পনা গ্রহণ করে, পরিকল্পনা অনুসারে সদস্য দেশ গুলোকে দুই বছরের মধ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হ্রাসে জাতীয় ভাবে পরিকল্পনা প্রণয়নের অনুরোধ জানানো হয়।
অ্যাটিবায়োটিক-প্রতিরোধী ব্যকটেরিয়ার সংক্রমণে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ২০১৩ সালে ছিলো ৭ লক্ষের মতো। ধারণা করা হচ্ছে কোনো ব্যবস্থা না নিলে এ ভাবে চলতে থাকলে ২০৫০ সালে এই সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যাবে।
কর্ম পরিকল্পনা অনুসারে জাপান সরকার যথাযথ ভাবে অ্যাটিবায়োটিক ব্যবহারের উপর একটি গাইডলাইন তৈরি করবে, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে জনগনের উপলব্ধি এবং বয়স্কদের সেবায় অ্যাটিবায়োটিকের সঠিক ব্যবহারের উপর গবেষণা পরিচালনা করা হবে।
অ্যাটিবায়োটিকের ব্যবহার হ্রাসের মাধ্যমে সরকার ব্যাপক ভাবে অ্যাটিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া কমিয়ে ফেলতে চান, এসব ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে- স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া, টেফিলোকাস অরেউস এবং এস্কারিশিয়া কোলাই বা ইকোলাই।