নতুন কক্ষপথে সফল ভাবে প্রবেশ করলো আকাৎসুকি
জাপানের মহাকাশ সংস্থা বলেছে তারা সফল ভাবে শুক্র গ্রহের জন্যে পাঠানো নভোযানকে তার নতুন কক্ষপথে সফল ভাবে স্থাপন করতে সক্ষম হয়েছেন। এর ফলে নভোযানটি শুক্র গ্রহ পর্যবেক্ষণের জন্যে দ্বিগুনেরও বেশি সময় পাবে।
জাপান স্পেস এক্সপ্লোরেশন এজেন্সি শুক্রবার আকাৎসুকি তার পরিকল্পিত কক্ষপথে সফল ভাবে প্রবেশ করতে পারার কথা ঘোষণা করেন।
আকাৎসুকি’র ডিম্বাকৃতি কক্ষপথ কিছুটা প্রশস্ত করতে সোমবার চারটি ছোট ইঞ্জিন ১৫ সেকেন্ড ধরে চালানো হয়।
কর্মকর্তারা বলছেন এই পরিবর্তনের ফলে পর্যবেক্ষণের সময় বর্তমান ৮০০ দিনের স্থলে ২০০০ দিনে বৃদ্ধি পাবে।
২০১০ সালে আকাৎসুকি উৎক্ষেপণ করা হয় কিন্তু মূল ইঞ্জিনে সমস্যা দেখা দেয়ার কারণে নভোযানটি তার নির্দিষ্ট কক্ষপথে প্রবেশ করতে ব্যর্থ হয়।
ইঞ্জিন সমস্যার ৫ বছর পর মহাকাশ যানটিকে গত ডিসেম্বরে কক্ষপথে স্থাপন করা হয়।