• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সৌদি আরবইরান দ্বন্দ্বঃ জাপানে মুসলমানরা উদ্বিগ্ন

    সৌদি আরব-ইরান দ্বন্দ্বে উদ্বেগ প্রকাশ করেছেন এখানে বসবাসকারী মুসলিম সম্প্রদায়।

    টোকিও’র শিন-ওকুবো’তে এক বাংলাদেশি হালাল ফুড ব্যবসায়ী বলেছেন, তার ধারণা এই দ্বন্দ্ব রাজনৈতিক উদ্দেশ্যে সৃষ্ট। দুই দেশ দ্রুততার সাথে নিজেদের সম্পর্কোন্নয়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    স্থানীয় একটি রেস্টুরেন্টের মালিক তুরস্কের এক নাগরিক বলেছেন, সৌদি আরবের জানা উচিত ছিলো শিয়া নেতার মৃত্যুদন্ড কার্যকর করলে তা ইরানকে উস্কে দিতে পারে, কিন্তু সৌদি দূতাবাসে আগুন লাগানোটাকেও কিছুতেই সমর্থন করা যায় না। তিনি বলেন দুই দেশের নেতাদের উচিত শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান খুঁজে বের করা।

    মালয়েশিয়ান এক ছাত্রী বলেন ক্ষতির কারণ হওয়াটাকে কোনো অজুহাতেই মানা যায় না। তিনি বলেন দুই দেশের উচিত আলোচনার মাধ্যমে ইস্যুটির সমাধান করা।

    কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে শান্তি চুক্তিতে আগ্রহী জাপান

    বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে একটি শান্তি চুক্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
    দ্বীপগুলো নিয়ে বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দেশ দুটির মাঝে শান্তি চুক্তি সম্পন্ন হয়নি। শিনজো অ্যাবে বলেন, দুই নেতাই উপলব্ধি করেন ৭০ বছরে এই দুটি দেশের মধ্যে চুক্তি না হওয়া একটি অস্বাভাবিক ব্যাপার।
    ২০১২ সালে ক্ষমতায় আসার পর অ্যাবে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন। তিনি বলেন, একটি শীর্ষ সম্মেলন ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সুযোগ হলে তিনি পুতিনের সাথে আলোচনা চালিয়ে যাবেন।

    ১৯৪৫ সালে রাশিয়া কয়েকটি দ্বীপ দখল করে যা জাপান নিজেদের বলে দাবি করে আসছে। রাশিয়া এই দ্বীপগুলোকে সাউদার্ন কুরিলস নামে অভিহিত করে। শেষবার ২০১৩ সালে শিনজো অ্যাবে ও পুতিন এই ব্যাপারে আলোচনা করেছিলেন।