• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • আরও নিরাপদ স্কাইপে

    Posted by admin on January 26
    Posted in Uncategorized 

    আরও নিরাপদ স্কাইপে

    এখন থেকে আরও নিরাপদে ব্যবহার করা যাবে ভিডিও চ্যাট সফটওয়্যার স্কাইপে। এতে আইপি অ্যাড্রেস লুকানোর ব্যবস্থা এনেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
    স্কাইপের মাধ্যমে কিছু ব্যবহারকারী অন্যের আইপি অ্যাড্রেস জানার চেষ্টা করে থাকে। এতে সাইবার অপরাধের মাত্রা বাড়ছে বলে সতর্ক করেন বিশেষজ্ঞরা। এরই পরিপ্রেক্ষিতে আইপি অ্যাড্রেস লুকানোর ব্যবস্থা চালু করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। ডিফল্ট সেটিংস হিসেবেই এটি ব্যবহার করা যাবে।
    এ ব্যাপারে স্কাইপে টিমের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়েছে, স্কাইপে থেকে আইপি অ্যাড্রেস লুকানো যাবে। সফটওয়্যারটির হালনাগাদ সংস্করণে এ সুবিধা মিলবে। এতে স্কাইপে থেকে আইপি অ্যাড্রেসে নজরদারি কমবে।
    হ্যাক রিড ডটকমের এক খবরে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় স্কাইপে স্বয়ংক্রিয়ভাবে (বাই ডিফল্ট) আইপি অ্যাড্রেস লুকিয়ে ফেলবে। এতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়বে। ডেস্কটপ ও মোবাইল অ্যাপ্লিকেশন উভয় প্ল্যাটফর্মেই এ সুবিধা মিলবে।
    দেরিতে হলেও মাইক্রোসফটের নেয়া এ পদক্ষেপের প্রশংসা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

    জাপানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবাষিকী পালিত

    জাপান বি এন পি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে টোকিওর ওজি হোকতোপিয়া হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বি এন পি জাপান শাখার সহ সভাপতি আলমগীর হোসেন মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপান বি এন পির সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা, উপদেষ্টা কাজী এনামুল হক, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন. সদস্য জসীমউদ্দীন । জাপান শাখা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাধারন সম্পাদক তৌহিদুল আলম রিপন। জাপান শাখা সেছছাসেবক দলের সভাপতি হায়দার হোসেন, সহ-সভাপতি রবিউল আলম সাব্বির, যুগ্নম সম্পাদক ওমর ফারুক রিপন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ। জাপান শাখা ছাত্রদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার বাবলু, সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান জুয়েল,সদস্য শফিকুল ইসলাম,শাকিল মাহমুদ বাঁধন, মোহাম্মদ সুমন,সামিউল ইসলাম সহ প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন জাপান বি এন পি’র সহ সাংগঠনিক সম্পাদক নূর খান রনি।

    আলোচনা সভায় বিভিন্ন বক্তাগণ শহীদ জিয়াউর রহমানের কমময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা শহীদ জিয়ার প্রণীত ১৯-দফা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে তার আদর্শ প্রতিষ্ঠিত করার উপর জোর দেন।
    সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা তার ব্যক্ততায় যে কোন পরিস্হিতে জাপান বি এন পির সকল নেতাকর্মীরদের ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
    সভাপতির বও্তায় আলমগীর হোসেন মিঠু , বাংলাদেশে ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরূদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন করছেন সেই আন্দোলনে তিনি সবাইকে শামিল হওয়ার আহবান জানান।
    আলোচনা সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১ম মুতূ্বাষিকী স্বরনে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
    আলোচনা সভায় জাপান বি এন পি ও এর অংগসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্হিত ছিল।