Posted by admin on January 26
Posted in Uncategorized
জাপানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০–তম জন্মবাষিকী পালিত
জাপান বি এন পি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে টোকিওর ওজি হোকতোপিয়া হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বি এন পি জাপান শাখার সহ সভাপতি আলমগীর হোসেন মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপান বি এন পির সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা, উপদেষ্টা কাজী এনামুল হক, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন. সদস্য জসীমউদ্দীন । জাপান শাখা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাধারন সম্পাদক তৌহিদুল আলম রিপন। জাপান শাখা সেছছাসেবক দলের সভাপতি হায়দার হোসেন, সহ-সভাপতি রবিউল আলম সাব্বির, যুগ্নম সম্পাদক ওমর ফারুক রিপন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ। জাপান শাখা ছাত্রদলের সভাপতি কাজী সাদেকুল হায়দার বাবলু, সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান জুয়েল,সদস্য শফিকুল ইসলাম,শাকিল মাহমুদ বাঁধন, মোহাম্মদ সুমন,সামিউল ইসলাম সহ প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন জাপান বি এন পি’র সহ সাংগঠনিক সম্পাদক নূর খান রনি।
আলোচনা সভায় বিভিন্ন বক্তাগণ শহীদ জিয়াউর রহমানের কমময় জীবন নিয়ে আলোচনা করেন। তারা শহীদ জিয়ার প্রণীত ১৯-দফা কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে তার আদর্শ প্রতিষ্ঠিত করার উপর জোর দেন।
সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা তার ব্যক্ততায় যে কোন পরিস্হিতে জাপান বি এন পির সকল নেতাকর্মীরদের ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
সভাপতির বও্তায় আলমগীর হোসেন মিঠু , বাংলাদেশে ক্ষমতাসীন অবৈধ আওয়ামী লীগ সরকারের বিরূদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন করছেন সেই আন্দোলনে তিনি সবাইকে শামিল হওয়ার আহবান জানান।
আলোচনা সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১ম মুতূ্বাষিকী স্বরনে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় জাপান বি এন পি ও এর অংগসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্হিত ছিল।