• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • একটি ভুল মাসআলা : কাপড় পাক করার সময় বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হয় না!

    কিছু মানুষের ধারণা, নাপাক কাপড় পাক করার সময় যদি বিসমিল্লাহ বলা না হয়, তাহলে কাপড় যতই ধোওয়া হোক পাক হবে না। এটি একটি ভুল ধারণা, এর কোনো ভিত্তি নেই।

    নাপাক কাপড় পাক করার জন্য ভালো করে তিনবার ধুতে হবে এবং প্রত্যেকবার কাপড়ের পানি নিংড়িয়ে নিতে হবে। নাপাকী যদি দৃশ্যমান হয় তাহলে কাপড় থেকে সে নাপাকী কোনোভাবে সরিয়ে ফেলতে হবে এবং তিনবার ভালোভাবে নিংড়িয়ে ধুতে হবে। এভাবে ধোওয়ার দ্বারাই কাপড় পবিত্র হয়ে যাবে। এর সাথে বিসমিল্লাহ বলা না বলার কোনো সম্পর্ক নেই।

    তবে কাপড় পাক করা একটি নেক আমল। এর শুরুতে বিসমিল্লাহ বলা হলে তা তো ভালই। কিন্তু বিসমিল্লাহ বলা ছাড়া কাপড় পাক হবে না এটা ভুল মাসআলাহ।

    ২০১৫ ছিল সবচেয়ে উষ্ণতম বছর

    বিজ্ঞানীরা আগেই আভাস দিয়েছিলেন ২০১৫ সাল স্মরণকালের উষ্ণতম হতে পারে। এবার সেটিই সত্যি হলো। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (জাতীয় মহাসাগর ও বায়ুমন্ডলীয় প্রশাসন বা এনওএএ) এই তথ্য  জানিয়েছে।
    এনওএএ জানিয়েছে, ১৮৮০ সালের পর যেকোনো দিক থেকে ২০১৫ উষ্ণতম বছর। এমনকি বছরটিতে গড় তাপমাত্রাও যেকোনো বছরের চেয়ে বেশি। গত বছর বিশ্বে ভূমি ও সমুদ্রপৃষ্ঠে গড় তাপমাত্রা ছিল ১ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইট। এটা বিংশ শতাব্দীর গড় তাপমাত্রার চেয়ে বেশি।
    সংস্থাটি বলেছে, ২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে তাপমাত্রা দশমিক ২৯ ফারেনহাইট বেশি ছিল।

    যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানায়, সমসাময়িক সব রেকর্ড ভেঙেছে গত বছরের তাপমাত্রা। বায়ুমন্ডলে কার্বনের পরিমাণ বৃদ্ধি অব্যাহত থাকা এবং অন্যান্য মানবসৃষ্ট দুর্যোগের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।