হোক্কাইদোতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পঃ সুনামির সতর্কতা নেই

বৃহস্পতিবার হোক্কাইদো’র উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিন্তু কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

প্রাথমিক ভাবে ভূমিকম্পের মাত্রা ৬.৭ বলে উল্লেখ করা হয়েছে। হোক্কাইদো দ্বীপের দক্ষিণ কোনায় উরাকাওয়া শহরের নিকট দুপুর ১২টা ৩০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। উৎপত্তি স্থলের গভীরতা ছিলো সাগর পৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে তাৎক্ষণিক ভাবে কোনো ক্ষয়ক্ষতি বা কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মধ্যাহ্ন ভোজের সময় আকস্মিক ভূমিকম্পে আবাসিক বাসিন্দাদের অনেকেই চমকে ওঠেন।

হোক্কাইদো’র এক বাসিন্দা হারু মাৎসুতাকেয়া (৪৫) বলেন, “ভূমিকম্পটি সত্যিই খুব শক্তিশালী ছিলো, এর স্থায়ীত্ব ছিলো প্রায় ৪০ সেকেন্ড”।

সেখানে অবস্থিত দু’টি পারমাণবিক চুল্লীতে কোনো প্রভাব পড়েনি বলে পরমাণু নিরাপত্তা কর্মকর্তারা বলেন।

তোহোকু বুলেট ট্রেন সাময়িক ভাবে বন্ধ থাকে। হোক্কাইদো’র স্থানীয় কিছু ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ থাকে।