জলোচ্ছ্বাস, ঝোড়ো আবহাওয়ায় জাপানের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

পশ্চিম ও উত্তর জাপানের বাসিন্দারা তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। ভারী তুষারের সাথে কনকনে প্রবল ঠান্ডা হাওয়া বয়ে চলেছে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে।

আবহাওয়া বিভাগ বলেছে একটি লঘু চাপ তীব্র বাতাস বয়ে এনেছে জাপানি উপদ্বীপের উপর।

উত্তর জাপানের শহর নেমুরো এবং জাপান সাগরের তীরে অবস্থিত কানাজাওয়া শহরের উপর দিয়ে ঘন্টায় ১১০ কিলোমিটার বেগে বাতাসের ঝাপটা বয়ে যায়।

উত্তর জাপানের হোক্কাইদো এবং তোহোকু অঞ্চলে ২৪ ঘন্টায় ৭০ সেন্টিমিটারের মতো তুষারপাত হয়।

বুধবার পর্যন্ত তুষার ও ঝোড়ো আবহাওয়া বিরাজ করতে পারে কারণ লঘু চাপটি হোক্কাইদো’র নিকট এসে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। কোনো কোনো অঞ্চলে আরো তুষার-ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ জলোচ্ছ্বাস ও উঁচু সমুদ্রতরঙ্গের ব্যাপারে সতর্ক থাকতে বলেছে।

মঙ্গলবার উত্তর জাপানের হোক্কাইদো’র হাকোদাতে বন্দরে সমুদ্রের ঢেউ বাঁধ উপচে যায়, কনক্রিটের দেয়াল ভেঙে ফেলে এবং মাছ ধরার নৌকো গুলোর ব্যাপক ক্ষতিসাধন করে।

নাকাহামা শহরে ভেসে আসা কাঠ এবং ময়লা-আবর্জনা শরের মধ্যে ছড়িয়ে পড়ে। শহরের এক প্রবীণ দম্পতি জানিয়েছেন শহরে তাদের ৬০ বছরের জীবনে কোনো দিন এমন দৃশ্য দেখেননি।

পশ্চিম জাপানের এহিমে প্রিফেকচারে একটি ফেরি’র সাথে ইয়াওয়াতাহামা বন্দরে পার্ক করে রাখা একটি ক্রেনের সংঘর্ষ ঘটে।

মঙ্গলবার বিকেলে ফেরিটি মাত্র যাত্রার প্রস্তুতি নিতে শুরু করেছিলো। এ সময় তীব্র বাতাসের ধাক্কা ফেরিটিকে প্রায় ১০০ মিটার সামনে বিপরীত দিকের ঘাটে নিয়ে যায়, ফেরির দ্বিতীয় তলায় ক্রেনটি ঢুকে পড়ে।

ফেরিটিতে এ সময়ে ৩৩ জন যাত্রী এবং ক্রু ছিলেন, এ ছাড়াও ১৭টি যানবাহনও ছিলো।

জাপানের উপকূল রক্ষীরা বলেছেন ঘটনায় কেউ আহত হননি।