• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সাইবার নিরাপত্তা জোরদারে আসছে ডোমেইন নীতিমালা

    ডোমেইন ব্যবহারের নীতিমালা করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। সাইবার নিরাপত্তা জোরদার করতে ও ইন্টারনেট ব্যবহারে শৃঙ্খলা আনতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
    ইতোমধ্যে ভারতের ডোমেইন নীতিমালা অনুসরণ করে ১২ পৃষ্ঠার একটি খসড়া নীতিমালা তৈরি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডোমেইন পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। খসড়ায় ডোমেইন নিবন্ধন পদ্ধতি, ডোমেইনের বিক্রয় মূল্য, ব্যবহারের শর্তাবলীসহ বিভিন্ন দিক উঠে এসেছে।
    এ ব্যাপারে সংশ্লিষ্টদের বক্তব্য, দেশীয় ডোমেইন ব্যবহারের নীতিমালা হলে এক্ষেত্রে শৃঙ্খলা আসবে। সাইবার সন্ত্রাস ও হয়রানি বন্ধে এটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে পর্নোগ্রাফি সমৃদ্ধ সাইটগুলো নিয়ন্ত্রণ করা সহজ হবে। ডোমেইন নিবন্ধন পদ্ধতিও সহজ হবে।
    এই খসড়ার ওপর খাত সংশ্লিষ্টদের মতামত নেয়া হবে। এজন্য সব স্টেক হোল্ডারদের সঙ্গে বসবে টেলিযোগাযোগ বিভাগ। সর্বসাধারণের মতামত নিতে এটি ওয়েব সাইটে দেয়া হবে। সবার পরামর্শ অনুসারে খসড়া চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় পাঠানো হবে।

    চলে গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক পুরুষ

    পৃথিবীর সবচেয়ে বয়সী পুরুষ ১১২ বছর বয়সে মারা গেছেন। ইয়াসুতারো কোইদে নামের এই ব্যক্তি জাপানের নাগরিক ছিলেন।
    জাপানের নাগোয়া শহরের বাসিন্দা এই ব্যক্তিকে গত বছরের আগস্টে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে বেশি বয়সী মানুষ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কর্মকর্তারা জানান, ইয়াসুতারো হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা গেছেন। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। রেকর্ডে নাম অন্তুর্ভুক্ত হওয়ার সময় নিজের দীর্ঘ আয়ুর কারণ বলেছিলেন, তিনি কখনো ধুমপান ও মদে আসক্ত হননি। আনন্দের নামে নিজের শরীরের উপর বাড়াবাড়ি কোনো অত্যাচার কখনো করেননি বলে উল্লেখ করেন।
    উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী জীবিত ব্যক্তি এখন ১১৬ বছর বয়সী মার্কিন নারী সুসান্নাহ মুশাট জোন্স। গত বছর জাপানের মিসাও ওকাওয়া ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পরে তিনি এই রেকর্ডের মালিক হন। গিনেজ রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি আয়ু পেয়েছিলেন ফরাসি নাগরিক জঁ কালমেন্ট। ১২২ বছর ও ১৬৪ দিন পৃথিবীর হাওয়া বাতাসে নিঃশ্বাস নেয়ার পরে ১৯৯৭ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।