২০১৫ ছিল সবচেয়ে উষ্ণতম বছর

বিজ্ঞানীরা আগেই আভাস দিয়েছিলেন ২০১৫ সাল স্মরণকালের উষ্ণতম হতে পারে। এবার সেটিই সত্যি হলো। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (জাতীয় মহাসাগর ও বায়ুমন্ডলীয় প্রশাসন বা এনওএএ) এই তথ্য  জানিয়েছে।
এনওএএ জানিয়েছে, ১৮৮০ সালের পর যেকোনো দিক থেকে ২০১৫ উষ্ণতম বছর। এমনকি বছরটিতে গড় তাপমাত্রাও যেকোনো বছরের চেয়ে বেশি। গত বছর বিশ্বে ভূমি ও সমুদ্রপৃষ্ঠে গড় তাপমাত্রা ছিল ১ দশমিক ৬২ ডিগ্রি ফারেনহাইট। এটা বিংশ শতাব্দীর গড় তাপমাত্রার চেয়ে বেশি।
সংস্থাটি বলেছে, ২০১৪ সালের চেয়ে ২০১৫ সালে তাপমাত্রা দশমিক ২৯ ফারেনহাইট বেশি ছিল।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানায়, সমসাময়িক সব রেকর্ড ভেঙেছে গত বছরের তাপমাত্রা। বায়ুমন্ডলে কার্বনের পরিমাণ বৃদ্ধি অব্যাহত থাকা এবং অন্যান্য মানবসৃষ্ট দুর্যোগের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।