কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে শান্তি চুক্তিতে আগ্রহী জাপান
১৯৪৫ সালে রাশিয়া কয়েকটি দ্বীপ দখল করে যা জাপান নিজেদের বলে দাবি করে আসছে। রাশিয়া এই দ্বীপগুলোকে সাউদার্ন কুরিলস নামে অভিহিত করে। শেষবার ২০১৩ সালে শিনজো অ্যাবে ও পুতিন এই ব্যাপারে আলোচনা করেছিলেন।
|
Jan 165কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে শান্তি চুক্তিতে আগ্রহী জাপানPosted by admin on January 5 কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে শান্তি চুক্তিতে আগ্রহী জাপান বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে একটি শান্তি চুক্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
দ্বীপগুলো নিয়ে বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দেশ দুটির মাঝে শান্তি চুক্তি সম্পন্ন হয়নি। শিনজো অ্যাবে বলেন, দুই নেতাই উপলব্ধি করেন ৭০ বছরে এই দুটি দেশের মধ্যে চুক্তি না হওয়া একটি অস্বাভাবিক ব্যাপার।
২০১২ সালে ক্ষমতায় আসার পর অ্যাবে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন। তিনি বলেন, একটি শীর্ষ সম্মেলন ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, সুযোগ হলে তিনি পুতিনের সাথে আলোচনা চালিয়ে যাবেন।
১৯৪৫ সালে রাশিয়া কয়েকটি দ্বীপ দখল করে যা জাপান নিজেদের বলে দাবি করে আসছে। রাশিয়া এই দ্বীপগুলোকে সাউদার্ন কুরিলস নামে অভিহিত করে। শেষবার ২০১৩ সালে শিনজো অ্যাবে ও পুতিন এই ব্যাপারে আলোচনা করেছিলেন। |
Bangla DailiesWeekliesResourcesEntertainmentSports Links |