সৌদি আরব–ইরান দ্বন্দ্বঃ জাপানে মুসলমানরা উদ্বিগ্ন
সৌদি আরব-ইরান দ্বন্দ্বে উদ্বেগ প্রকাশ করেছেন এখানে বসবাসকারী মুসলিম সম্প্রদায়।
টোকিও’র শিন-ওকুবো’তে এক বাংলাদেশি হালাল ফুড ব্যবসায়ী বলেছেন, তার ধারণা এই দ্বন্দ্ব রাজনৈতিক উদ্দেশ্যে সৃষ্ট। দুই দেশ দ্রুততার সাথে নিজেদের সম্পর্কোন্নয়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় একটি রেস্টুরেন্টের মালিক তুরস্কের এক নাগরিক বলেছেন, সৌদি আরবের জানা উচিত ছিলো শিয়া নেতার মৃত্যুদন্ড কার্যকর করলে তা ইরানকে উস্কে দিতে পারে, কিন্তু সৌদি দূতাবাসে আগুন লাগানোটাকেও কিছুতেই সমর্থন করা যায় না। তিনি বলেন দুই দেশের নেতাদের উচিত শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান খুঁজে বের করা।
মালয়েশিয়ান এক ছাত্রী বলেন ক্ষতির কারণ হওয়াটাকে কোনো অজুহাতেই মানা যায় না। তিনি বলেন দুই দেশের উচিত আলোচনার মাধ্যমে ইস্যুটির সমাধান করা।