• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টোকিও অলিম্পিক আরম্ভ হতে আর ঠিক ছয় মাস

    জাপানে ২০২০ টোকিও অলিম্পিক আরম্ভ হতে আর ঠিক ছয় মাস বাকি। ১৭ দিন ব্যাপী এই ক্রীড়া মহাযজ্ঞে ৩৩ ধরনের ক্রীড়ার রেকর্ড সংখ্যক ৩শো ৩৯টি ইভেন্টে প্রতিযোগিতা করবেন কয়েক হাজার ক্রীড়াবিদ।

    এখন অলিম্পিকের প্রস্তুতিপর্ব চলছে জোরকদমে। নববর্ষের দিন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে নতুন জাতীয় স্টেডিয়াম।

    টোকিও অ্যাকুয়াটিকস্‌ সেন্টার, যেখানে সাঁতার ও ডাইভিং’এর প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে, সেই জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

    টোকিও মহানগর কর্তৃপক্ষ এবং উদ্যোক্তারা প্রত্যাশিত প্রচুর সংখ্যক দর্শককে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

    ওদিকে নতুন ধরনের করোনাভাইরাসের প্রাদূর্ভাবের ফলে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে। কর্মকর্তারা লোকজনকে মুখে মাস্ক পরতে, ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক নিতে এবং বার বার হাত ধুতে পরামর্শ দিচ্ছেন।

    গ্রীষ্মে অলিম্পিকের সময় যে প্রবল দাবদাহের পূর্বাভাষ করা হয়েছে, তার সাথে মোকাবেলার উপায় নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা স্থল অপেক্ষাকৃত শীতল আবহাওয়ার উত্তরাঞ্চলীয় শহর হোক্কাইদো’তে স্থানান্তরের ঘোষণা দিয়ে অলিম্পিক ব্যবস্থাপকরা গত বছর সবাই অবাক ক’রে দেন।

    আসল ক্রীড়া টোকিও এবং আশপাশেই কেন্দ্রীভূত থাকলেও, দেশের বাকি অংশেরও ভূমিকা থাকবে এতে। আর এক মাসের একটু বেশি সময়ের মধ্যে ১০ হাজারের ওপর রানার অলিম্পিক মশাল নিয়ে জাপানের ৪৭টি জেলার প্রত্যেকটি অতিক্রম করবে।

    জাপান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দ্বিতীয় ঘটনার কথা নিশ্চিত করেছে

    জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন এক ধরনের স্ট্রেইনে দ্বিতীয় এক ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। উহান থেকে টোকিও’তে আসা ৪০ এর কোঠার এক ব্যক্তির দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়।

    অভ্যন্তরীণ চীনা শহর উহানে এক ধরনের নিউমোনিয়া ছড়িয়ে পড়েছে যা এই ভাইরাসের কারণেই হয়তো ছড়াচ্ছে।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চীন ছেড়ে আসার আগে ১৪ই জানুয়ারি এই ব্যক্তির জ্বর আসে। তবে কর্মকর্তারা বলছেন, তিনি দু’বার সেখানে ডাক্তার দেখালেও, তার নিউমোনিয়া হয়েছে বলে শনাক্ত করা যায়নি।

    কর্মকর্তারা এও বলছেন, এই ব্যক্তি জাপানে এসে পৌঁছানোর পর ২০শে জানুয়ারি ডাক্তারের কাছে যান। তবে তারা আরও বলছেন, তখন তাকে নিউমোনিয়ায় আক্রান্ত বলে শনাক্ত করা হয়নি।

    কর্মকর্তারা বলছেন, ব্যক্তিটি বুধবার আবার ডাক্তারের কাছে যান, কেননা অব্যাহতভাবে তার জ্বর এবং গলায় ব্যথা ছিল। তখন তাকে নিউমোনিয়ার লক্ষণ থাকায় হাসপাতালে ভর্তি করে নেয়া হয় বলে জানা যায়।

    কর্মকর্তারা এও বলছেন, শুক্রবার সকালের দিকে তারা নিশ্চিত করেন যে, এই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি টোকিও’র একটি হাসপাতালে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।

    ব্যক্তিটি একথা বলেছেন বলে জানা যায়, তিনি উহানের সামুদ্রিক খাবারের বাজারের কাছে যাননি। এই বাজারটি আক্রান্ত হওয়া অধিকাংশ ঘটনার সাথে সংশ্লিষ্ট। তিনি এও বলেন, ভ্রমণের সময়ে তিনি মুখে মাস্ক পরেছেন।