• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে ৮১ শতাংশ

    জাপান সরকারের পরিচালিত এক জরীপে, উত্তরদাতাদের প্রায় ৮০ শতাংশ মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে মত প্রকাশ করেছেন।

    মন্ত্রী পরিষদ দপ্তর ২০১৯ সালের নভেম্বর মাসে, সর্বোচ্চ শাস্তিটির ব্যবহার সম্পর্কে তদূর্ধ্ব ১৮ বছর বয়সী ৩ হাজার লোকজনের উপর এই জরীপ পরিচালনা করে। এতে ১ হাজার ৫৭২ জন উত্তর দেন।

    উত্তরদাতাদের ৮১ শতাংশ মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে মত দিলেও ৯ শতাংশ সর্বোচ্চ শাস্তিটি বাতিল করে দেয়ার কথা বলেন।

    মৃত্যুদণ্ড অনুমোদনকারী লোকজনের কাছে এমন চিন্তা করার কারণ জানতে চেয়ে বেছে নেয়ার জন্য কয়েকটি উত্তর রাখা হয়।

    উত্তরদাতাদের ৫৭ শতাংশ, অন্যান্য শাস্তির মাধ্যমে অপরাধে নিহতদের পরিবারের সদস্যদের আবেগ প্রশমিত হবে না বলে উল্লেখ করেন। ৫৪ শতাংশ, মৃত্যুর মাধ্যমে ঘৃণ্য অপরাধের জন্য অপরাধীদের দায় মেটানো উচিত বলে উল্লেখ করেন।

    উত্তরদাতাদের কাছে, মৃত্যুদণ্ড বাতিল করা হলে ঘৃণ্য অপরাধ বৃদ্ধি পাবে কিনা তা জানতে চাওয়া হয়। উত্তরে, ৫৮ শতাংশ হাঁ সূচক এবং ১৪ শতাংশ না সূচক উত্তর দেন।

    জরীপে, দেশে যাবজ্জীবন কারাদণ্ড প্রবর্তন করা হলেও মৃত্যুদণ্ড রাখা উচিত হবে কিনা জানতে চাওয়া হয়। উত্তরে ৫২ শতাংশ বহাল রাখার পক্ষে এবং ৩৫ শতাংশ বাতিল করা উচিত হবে বলে উল্লেখ বলেন।

    জাপানে আগত বিদেশী পর্যটকের ব্যয়ের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ

    জাপানে, গতবছর আগত বিদেশী পর্যটকদের ব্যয়ের পরিমাণ রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

    জাপান পর্যটন সংস্থা, গতবছর বিদেশী পর্যটকরা জাপানে থাকা, কেনাকাটাসহ অন্যান্য কাজে আনুমানিক ৪ লাখ ৮০ হাজার কোটি ইয়েন বা প্রায় ৪ হাজার ৩৭০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ব্যয় করেন বলে জানায়।

    সংস্থা, এ সংখ্যা গতবছরের চেয়ে প্রায় ৬ শতাংশ বেশী এবং পরপর সাত বছর পূর্ববর্তী বছরের রেকর্ড নবায়নের ঘটনা বলে উল্লেখ করে।

    এটি হচ্ছে প্রত্যেক পর্যটকের গড় ব্যয়ের পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশী প্রায় ১ হাজার ৪৩৮ ডলার নিয়ে গত চার বছরের মধ্যে প্রথমবারের মত বৃদ্ধির ঘটনা।

    পর্যটকদের ব্যয়ের পরিমাণ, প্রায় ১ হাজার ৬শ কোটি ডলার নিয়ে চীন শীর্ষে এবং এরপর ৫শ কোটি ডলার নিয়ে তাইওয়ান ২য় এবং প্রায় ৩শ ৮০ কোটি ডলার নিয়ে দক্ষিণ কোরিয়া ৩য় অবস্থানে রয়েছে।

    ক্রমাবনতীশীল দ্বিপক্ষীয় সম্পর্কের ফলে পর্যটকের সংখ্যা হ্রাস পাওয়ায় দক্ষিণ কোরীয়দের ব্যয়ের পরিমাণ প্রায় ২৮ শতাংশ হ্রাস পায়।

    সংস্থা, জাপানে গতবছর অনুষ্ঠিত রাগবি বিশ্বকাপ পর্যটকদের ব্যয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে জানায়।

    সংস্থাটি, চলতি বছরের টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের কারণে পর্যটকদের ব্যয় কি পরিমাণ বৃদ্ধি পায় সেদিকে নজর রাখবে বলে উল্লেখ করে।