• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিমান দুর্ঘটনা নিয়ে সত্য বলার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি দেশটির সামরিক বাহিনীকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার কারণ এবং এই দুর্ঘটনার জন্য কে দায়ী, সেটি নির্ধারণের নির্দেশ দিয়েছেন।

    গতকাল ইরানের সামরিক বাহিনী ঐ বিমানটিকে অনিচ্ছাকৃতভাবে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করার বিষয়টি স্বীকারের পাশাপাশি “মানব-ঘটিত ত্রুটি”কে এই ভুলের জন্য দায়ী করার পর খামেনি এই বিবৃতি প্রদান করেন।

    উল্লেখ্য, গত বুধবার তেহরান থেকে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পর ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফ্লাইট ৭৫২ ভূপাতিত হয়। বিমানে থাকা প্রায় ১৮০ ব্যক্তির সবাই এতে নিহত হন।

    ঐ বিবৃতিতে খামেনি বলেন, ঐ দুর্ঘটনার জন্য মানব ত্রুটি দায়ী, একটি তদন্তে সেটি উদ্ঘাটনের খবর শুনে তিনি মর্মাহত হয়েছেন এবং ঐ বিমানের সব আরোহীর মৃত্যুর ঘটনাও তাকে শোকার্ত করেছে। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি তিনি নিজের সমবেদনা জানান।

    সর্বোচ্চ এই নেতা ইরানি সামরিক বাহিনীকে এমনভাবে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন যাতে সত্য উচ্চারিত হয়। এছাড়া, তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়ার নির্দেশনাও প্রদান করেন।

    ইরান সরকার সংশ্লিষ্ট দেশটির ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, খামেনি এবং প্রেসিডেন্ট হাসান রৌহানিকে গত শুক্রবার সকালে অবহিত করা হয় যে মানব ত্রুটির কারণে ইউক্রেনীয় বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়।

    এরপর, খামেনি দেশের শীর্ষ সিদ্ধান্ত নেয়ার সংগঠন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক আহ্বান করেন।

    শুক্রবারের ঐ বৈঠকের পর খামেনির নির্দেশনা অনুযায়ী সামরিক বাহিনী এই ঘোষণা দেয় যে ঐ বিমানকে ভুলক্রমে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করা হয়েছিল।

    ইরান-আমেরিকা সংঘাতে বিশ্বের শান্তি নষ্ট হবে : শিনজো আবে

    মধ্যপ্রাচ্যে পাঁচদিনের সফর শুরু করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ সফরে তিনি আশা প্রকাশ করেছেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তীব্র উত্তেজনা চলছে। এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যেও।

    এমন পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে সফর করছেন আবে। সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে আবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাত বিশ্বের শান্তি ও স্থায়িত্ব নষ্ট করবে।
    মধ্যপ্রাচ্যে পাঁচদিনের সফর করবেন আবে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাসাতো ওথতাকা জানিয়েছেন, রোববার সউদীর উত্তর-পশ্চিমাঞ্চলে আল উলা প্রদেশে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন আবে। সে সময় তারা ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
    আবে বলেছেন, ওই অঞ্চলে কোনো ধরনের সামরিক সংঘাত শুধুমাত্র ওই অঞ্চলের শান্তি ও স্থায়ীত্বের ক্ষেত্রে হুমকি নয় বরং তার পুরো বিশ্বের জন্যই হুমকি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোকে কূটনৈতিক পথে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন আবে।
    জাপান নিশ্চিত করেছে যে, ওই অঞ্চলে মার্কিন জোটে যোগ দিচ্ছে না তারা। টোকিও বুদ্ধিমত্তার সঙ্গে একই সাথে ওয়াশিংটন এবং ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। তেহরানের সঙ্গে দীর্ঘদিন ধরেই জাপানের ভালো সম্পর্ক রয়েছে। সউদী সফর শেষে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফরে যাবেন আবে।