• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ডাক্তারদের থেকেও দ্রুত ক্যানসার সনাক্ত করবে গুগল হেলথ

    সারা বিশ্বে কয়েক লাখ মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত। যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ৫৫ হাজার মহিলার স্তন ক্যানসার ধরা পড়ে। আমেরিকায় প্রতি ৮ জনের মধ্যে একজন মহিলা স্তন ক্যানসার আক্রান্ত। ডিজিটাল ম্যামোগ্রাফি অথবা স্তনের এক্স-রে সবচেয়ে সহজ পদ্ধতি স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের। আমেরিকা ও যুক্তরাজ্য মিলিয়ে প্রতি বছর প্রায় ৪ কোটি ২০ লাখ স্তন ক্যানসার স্ক্রিনিং টেস্ট হয়ে থাকে। ডিজিটাল ম্যামোগ্রাফির মতো প্রযুক্তি থাকার পরেও প্রথম ধাপেই স্তন ক্যানসার চিহ্নিত করা এখনও বেশ কঠিন চ্যালেঞ্জ।

    এই কঠিন কাজকে সহজ করার লক্ষ্যে এগিয়ে এসেছে গুগল হেলথ। ইউকে এবং আমেরিকার প্রথম সারির ক্লিনিকাল রিসার্চ পার্টনারদের সঙ্গে মিলে গবেষণা শুরু করেছে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সহজে এবং নিখুঁতভাবে স্তন ক্যানসার স্ক্রিনিং করা যায়। ২ বছর ধরে চলা সেই গবেষণার প্রাথমিক ফল প্রকাশিত হয়েছে ‘নেচার’ পত্রিকায়। গবেষণায় দেখা গিয়েছে, গুগল হেলথ-এর এই নতুন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ মডেল অনেক নিখুঁতভাবে স্তন ক্যানসার ধরতে পেরেছে। ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। প্রাথমিক সাফল্যের পর আশা করা যেতেই পারে আগামীদিনে রেডিওলজিস্টদের কাজ অনেকটাই সহজ করে দেবে এই আবিষ্কার।

    এই গবেষণার কাজে গুগল হেলথ-এর সঙ্গে কাজ করেছেন ডিপ মাইন্ড, ক্যানসার রিসার্চ ইউকে ইম্পেরিয়াল সেন্টার, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং রয়্যাল সারে কাউন্টি হাসপাতালের গবেষকরা। সূত্র: সিএনএন।

    ইরান প্রতিশোধ নিলে দেশের ৫২টি স্থানে আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ নেয়ার হুমকির কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন।

    গতকাল টুইটার বার্তায় ট্রাম্প উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থানে লক্ষ্য ঠিক করে রেখেছে, মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের সম্পদের উপর ইরান আঘাত হানলে যেসব জায়গায় হামলা চালানো হবে। তিনি বলেছেন কিছু কিছু লক্ষ্য হচ্ছে “খুবই উচ্চ পর্যায়ের এবং ইরান ও দেশের সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ।”

    ট্রাম্প পরে এক টুইটার বার্তায় বলেছেন, “ওরা আমাদের উপর হামলা করেছে এবং আমরা পাল্টা আঘাত হেনেছি। ওরা আবারও আঘাত করলে, যা না করার পরামর্শ আমি দেব, এর আগে যেমন আঘাত কখনও ওরা পায়নি তার চাইতে আরও কঠিন আঘাত আমরা ওদের উপর চালাবো।”

    টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, “যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জামের পেছনে মাত্র কিছুদিন আগে দুই লক্ষ কোটি ডলার খরচ করেছে। আমরা হচ্ছি সবচেয়ে বড় এবং সারা বিশ্বে অনেক এগিয়ে থাকা সেরা! মার্কিন ঘাঁটিতে কিংবা কোন মার্কিন নাগরিকের উপর ইরান হামলা চালালে সর্বাধুনিক কিছু চমৎকার সেইসব যন্ত্রপাতি ওদের পথে আমরা পাঠাবো এবং কোনরকম দ্বিধা না করে তা করবো!”

    যুক্তরাষ্ট্র প্রায় ৩,০০০ সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা করছে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস গতকাল খবর দিয়েছে যে এদের কিছু অংশকে কুয়েতে প্রেরণ করা হয়েছে।