• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ২০১৯ সালে গাড়ির বাজারে ছোট গাড়ির প্রাধান্য

    ২০১৯ সালে জাপানে সর্বোচ্চ বিক্রি হওয়া নতুন গাড়ির শীর্ষ চারটি মডেলই ছিল ছোট গাড়ির।

    প্রায় ২ লক্ষ ৫৩ হাজার ইউনিট বিক্রির মধ্যে দিয়ে হোন্ডা এন-বক্স টানা তিন বছর ধরে সর্বোচ্চ অবস্থানে থাকার সম্মান অর্জন করেছে। আর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার গাড়ি বিক্রির মধ্যে দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দাইহাতসু’র তান্তো। অন্যদিকে, প্রায় ১ লক্ষ ৬৬ হাজার ইউনিট বিক্রির মাধ্যমে তৃতীয় অবস্থানে ছিল সুযুকির স্পেসিয়া, এবং প্রায় ১ লক্ষ ৬০ হাজার ইউনিট বিক্রির মাধ্যমে নিসানের ডায়েয চতুর্থ স্থান দখল করে।

    ছোট গাড়ীগুলো বিক্রির শীর্ষ ১০টি স্থানের মধ্যে মোট পাঁচটি স্থান দখল করেছে। ক্রেতারা গাড়ীর অভ্যন্তরের বড় স্থান এবং স্বয়ংক্রিয় ব্রেক ব্যবস্থার মত অনেক নিরাপত্তা উপকরণ থাকা মডেলগুলো পছন্দ করেছেন।

    ছোট গাড়ীগুলো সাধারণত প্রথাগতভাবে পরিবারের দ্বিতীয় গাড়ি হিসেবে জনপ্রিয়। তবে শিল্প পর্যবেক্ষকরা বলছেন, চালকরা ক্রমবর্ধমানভাবে সেগুলোকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন।

    তারা বলছেন, এর কারণ এগুলোর নিরাপত্তা ব্যবস্থাসমূহ এখন বড় গাড়ীর সমমানের হয়ে উঠেছে।

    এদিকে, যে গাড়িটি ছোট না হয়েও বিক্রির শীর্ষে ছিল, সেটি হল টয়োটার হাইব্রিড গাড়ি প্রিয়ুস, ক্রমতালিকায় যার স্থান ছিল পঞ্চম।

    টোকিও’তে শেয়ার মূল্য পূর্বাবস্থায় ফিরতে শুরু করেছে

    যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য একটি সামরিক সংঘাতের সম্ভাবনার উদ্বেগ হ্রাস পাওয়ায় গতকালের মূল্য ধ্বস থেকে ঘুরে দাঁড়ানোর জন্য টোকিও শেয়ার বাজারে আজ ব্যাপক দর বৃদ্ধি ঘটে।

    আজ নিক্কেই গড় সূচক গতকাল থেকে ৫শ ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ৭শ ৩৯ পয়েন্টে দিনশেষ করে।
    বাজারে অংশগ্রহণকারীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার পর ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে সতর্কতা সহজ হয়ে আসে।
    আর এর ফলে ডলারের বিপরীতে ইয়েনের দুর্বল হয়ে পড়ার মাঝে বিনিয়োগকারীরা বিক্রিত শেয়ার পুনরায় কিনে নেয়ায় এশিয়া জুড়ে শেয়ারের মূল্য বৃদ্ধি ঘটে।
    তবে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির অনিশ্চয়তার কারণে অপেক্ষা এবং দেখার মনোভাব অব্যাহত থাকবে বলে তারা মনে করেন।