• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ইউক্রেনের বিমান হয়তো ভূপাতিত করা হয়েছে

    কানাডা, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র সন্দেহ করছে যে, ইরান ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে যেটি বুধবার বিধ্বস্ত হয়। ইরান এই অভিযোগ অস্বীকার করে।

    ইউক্রেন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট ৭৫২ প্রায় ১৮০ জন আরোহী নিয়ে তেহরানের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। সমস্ত যাত্রী এবং ক্রু নিহত হয়েছেন।

    ইউক্রেনের সরকার জানাচ্ছে, ৮২ জন ইরানি নাগরিক এবং ৬৩ জন কানাডার নাগরিক বিমানের যাত্রী ছিলেন। আরোহীদের মধ্যে আরও ছিলেন ইউক্রেন, সুইডেন, আফগানিস্তান, জার্মানি ও বৃটেনের নাগরিক।

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার বলেন, সাক্ষ্য-প্রমাণ এই ইঙ্গিত দিচ্ছে যে, বিমানটি ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূপাতিত করা হয়। তিনি এও বলেন, বিমানটি হয়তো ভুলবশত ভূপাতিত করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা একথা বলেন বলে জানা গেছে যে, মার্কিন উপগ্রহ দু’টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র শনাক্ত করে যেগুলো বিমানটি বিস্ফোরিত হওয়ার একটু আগে নিক্ষেপ করা হয় এবং বিমানটি হয়তো দুর্ঘটনাবশত ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

    ইরানি বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে বলেন, এই আকাশ পথে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানের ফ্লাইটগুলো যাওয়া-আসা করে বলে এ ধরনের এলাকায় ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ সত্যিই অবিশ্বাস্য ঘটনা।

    কর্মকর্তা এও বলেন, যদি একটি ক্ষেপণাস্ত্র বিমানটিকে আঘাত করতো তাহলে এটি টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়তো। তবে পাইলটরা বিমানে আগুন ধরে গেলে বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কর্মকর্তা আরও বলেন, এই উচ্চতার একটি বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করবে না।

    কর্মকর্তা এও বলেন, ইরান পশ্চিমা দেশ থেকে অনুসন্ধানকারীদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত রয়েছে।

    ২০১৯ সালে জাপানে বিদেশী পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ড

    জাপানে বিদেশী পর্যটকের সংখ্যা পর পর সাত বছরের মত রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

    পর্যটন মন্ত্রী জানিয়েছেন, গতবছর জাপান বিদেশ থেকে আগত প্রায় ৩ কোটি ২০ লক্ষ পর্যটককে স্বাগত জানিয়েছে।

    এদের মধ্যে অনেকেই হলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইওরোপ থেকে আগত রাগবি ভক্ত যারা রাগবি ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে জাপানে এসেছিলেন।

    সস্তায় টিকিট দেয় এমন বিমান কম্পানির নতুন নতুন রুটে বিমান চালানোর সুযোগ নিয়ে চীন ও দক্ষিণপূর্ব এশিয়া থেকেও জাপান বেড়াতে এসেছেন বহু লোক।

    তবে গতবছর পর্যটক সংখ্যায় বৃদ্ধির হার ছিল এর আগের বছরের তুলনায় কিছুটা মন্থর। জাপানে আসা পর্যটকের সংখ্যা গতবছর বৃদ্ধি পায় দুই শতাংশের কিছু বেশি। দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটায় সেদেশ থেকে আসা পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে।

    এবছর জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে। সেই পটভূমিতে জাপান আশা করছে চলতি বছর দেশে পর্যটকের সংখ্যা ৪ কোটিতে বৃদ্ধি পাবে এবং এই সংখ্যটি হবে গতছরের চেয়ে ২৫ শতাংশ বেশি।