• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সেরা মুসলিম ব্যক্তিত্ব এরদোগান

    বিশ্বজুড়ে মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়ানোয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৯’ ঘোষণা করেছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী পত্রিকা। মুসলিম নিউজ নাইজিরিয়ার প্রকাশক রাশেদ আবু বকর বলেন, আন্তর্জাতিক স¤প্রদায় ও মুসলিম বিশ্বে তিনি যে ক্ষমতা ও প্রভাবের অধিকারী হয়েছেন, তাতে এরদোগানকে এই খেতাবের জন্য পছন্দ করার মধ্যে কোনো বিতর্ক নেই। এর আগে ২০১৮ সালেও তাকে বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ঘোষণা করেছিল পত্রিকাটি। প্রকাশক আবু বকর বলেন, বিশ্বজুড়ে তার প্রভাবের কারণেই এবারেও তাকে এই খেতাবে ভ‚ষিত করা হয়েছে। তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট সবসময় ভুক্তভোগী লোকজনের পক্ষ দাঁড়ান। সিরিয়া, মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে এরদোগানকে সবসময় সরব দেখা গেছে। এছাড়া মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়ালালামপুর সম্মেলনেরও আয়োজন করেছেন এরদোগান। বিশ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সোমালি বংশোদ্ভ‚ত মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো ও তুর্কি বংশোদ্ভ‚ত জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল। মুসলিম নিউজ এ খবর জানায়। অপরদিকে,অতিরিক্ত পানি ও খাদ্য সাবাড় করার কারণে দক্ষিণাঞ্চলের ১০ হাজারেরও বেশি উটকে গুলি করে মেরে ফেলার কাজ শুরু করেছে অস্ট্রেলিয়ার। ওই হত্যাযজ্ঞের প্রথমদিনে বৃহস্পতিবার দেড় হাজার উটকে প্রশিক্ষিত স্নাইপার দিয়ে আকাশ থেকে (হেলিকপ্টার থেকে) গুলি করে মারা হয়েছে। অস্ট্রেলিয়াকে এই ১০ হাজার উট মেরে ফেলার পরিবর্তে ইসলামি রীতিতে জবাই করে তা দান করার আহŸান জানিয়েছে ইউরোপের দেশ তুরস্কের সরকারি মানবিক সহযোগিতা সংস্থা। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের আনানজু পিতজানৎজাতজারা ইয়ানকুনিৎজাতজারা ল্যান্ডস (এওয়াইপি) খুবই খরাপ্রবণ এলাকা। যে কারণে এ অঞ্চলে পানির খুব সংকট। এখানকার বন্য উটগুলো খুব বেশি করে পানি খেয়ে নিচ্ছে। ফলে স্থানীয়দের জন্য থাকছে না পর্যাপ্ত পরিমাণ পানি। সে কারণে বিশ্ব উষ্ণায়নের অজুহাতে এ অঞ্চলের অন্তত ১০ হাজার উট হত্যার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। হেলিকপ্টার থেকে বন্য উটগুলোকে গুলি করে মারা হবে বলে জানা যায়। অস্ট্রেলিয়াকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানিয়েছে তুরস্ক। ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম গাজা আল-আনের এক প্রতিবেদনে জানা যায়, তুরস্কের সরকারি মানবিক সহযোগিতা সংস্থা (আইএইচএইচ)এর সহকারি পরিচালক সিরকান নার্গিস ১০ হাজার উট গুলি করে না মেরে সেগুলোকে ইসলামি রীতি অনুযায়ী জবাই করে বিশ্বের দরিদ্র ও প্রয়োজনগ্রস্ত মানুষদের মাঝে বিতরণের আহবান জানিয়েছেন। তুরস্কের আইএইচএইচ সংস্থাটি এ মর্মে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে, অস্ট্রেলিয়া যেন তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসে। তারা এ প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানায় সংস্থাটি। অস্ট্রেলিয়ার ১০ হাজার উট না মেরে তা জবাই করে প্রয়োজনগ্রস্ত মানুষকে দান করার কাজে সহযোগিতা করলে নিঃসন্দেহে দেশটি বিশ্বব্যাপী প্রশংসিত হবে। আনাদোলু, এএফপি।

    মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আবে ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার মাধ্যমে তাঁর মধ্যপ্রাচ্য সফর আরম্ভ করেছেন।

    গতকাল সৌদিতে পৌঁছার পর আজ আবে, রাজধানী রিয়াদের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

    আবে, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি, অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলের উত্তেজনা হ্রাস ও পরিস্থিতি স্থিতিশীল করতে জাপান ধৈর্য সহকারে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখে যাবে বলে উল্লেখ করেন।

    আবে, সৌদি আরবকে আরব বিশ্ব ও ইসলামের নেতা হিসেবে অভিহিত করে দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।

    প্রিন্স ফায়সাল, আঞ্চলিক পরিস্থিতিকে স্থিতিশীল করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা উভয় দেশ অংশীদার করে বলে উল্লেখ করে জাপানের সঙ্গে অব্যাহত ভাবে কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

    আবে, এই অঞ্চলে জাপানের আত্মরক্ষা বাহিনীর বিমান ও একটি ডেস্ট্রয়ার প্রেরণের বিষয়ও ব্যাখ্যা করেন।

    তিনি, জাপানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ করাই হচ্ছে এই প্রেরণের লক্ষ্য বলে জানান।

    প্রিন্স ফায়সাল, জাপানের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা দেশগুলোর দায়িত্ব বলে নিজের মতামত প্রকাশ করেন।