• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কার্যকর হচ্ছে জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

    জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন একটি বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে।

    জাপান দেশের বাজার মার্কিন খামার পণ্যের জন্য এমন এক পর্যায় পর্যন্ত উন্মুক্ত করবে, যা কিনা আন্তঃ প্রশান্ত মহাসাগর অংশীদার চুক্তির পরিসর অতিক্রম করবে না।

    মার্কিন গো মাংসের উপর আরোপিত জাপানের শুল্ক ৩৮.৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২৬.৬ শতাংশে দাঁড়াবে। করের এই হার শেষ পর্যন্ত ৯ শতাংশে নেমে যাবে।

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হয়েছেন যে জাপানের মোটরগাড়ির উপর শুল্ক বৃদ্ধি করা থেকে ওয়াশিংটন বিরত থাকবে।

    জাপানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট একই সাথে মোটরগাড়ি ও মোটরগাড়ির যন্ত্রাংশের উপর আরোপিত কর নিয়ে আলোচনা অব্যাহত রাখতেও সম্মত হয়েছেন। জাপান চাইছে যুক্তরাষ্ট্র যেন শুল্ক তুলে নেয়। ওয়াশিংটন এবং টোকিও চার মাস সময়ের মধ্যে পরবর্তী দফার আলোচনা শুরুর পরিকল্পনা করছে।

    জাপান সরকার মুক্ত বাণিজ্য জোট আরও সম্প্রসারিত করে নেয়ায় মুখ্য ভূমিকা পালন করতে চাইছে। এসব প্রচেষ্টার মধ্যে দ্রুত এক সময়ের মধ্যে আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদার চুক্তি সম্পাদন এবং বিশ্ব বাণিজ্য সংগঠনের সংস্কার প্রত্যাশাও অন্তর্ভুক্ত আছে।

    ওকিনাওয়ার শুরি দুর্গে ছোট আকারে নববর্ষ উদযাপন

    ওকিনাওয়ার শুরি দুর্গে ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন ছোট আকারে পালন করা হচ্ছে। অক্টোবার মাসের শেষ নাগাদ আগুন লেগে ধ্বংস হয়ে গিয়েছিল দুর্গের প্রধান ভবন।

    বার্ষিক এই উৎসব পূর্নাঙ্গ ভাবে পালিত হওয়ার সময়, রিউকিয়ু রাজবংশের সময়ে পালিত এক প্রথা পুনরায় নির্মাণ করা হয়েছিল। উনিশ শতকের শেষ পর্যন্ত প্রায় সাড়ে চারশো বছর ধরে বর্তমান ওকিনাওয়া নামে পরিচিত এলাকা সহ চারিপাশের এলাকাগুলোতে শাসন করত এই রাজবংশ।

    বুধবার দুর্গের ফটকের কাছাকাছি এই বছরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণত এই অনুষ্ঠান দুর্গের সামনের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে থাকে তবে আগুন লাগার পর থেকে ঐ এলাকায় প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

    ঘন্টার গং শব্দ সহ তুর্যধ্বনির সাথে ফটক খুলতে দেখা যায় এবং এর পরে পরেই উজ্জ্বল লাল রঙের রাজা-রাণীর পোশাক পরে দুই ব্যক্তি বেরিয়ে আসেন।

    দর্শনার্থীদের মধ্যে একজন জানান যে রাণীর সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন।পর্যটক হিসাবে দুর্গটি দর্শনের মাধ্যমে তিনি এর পুর্নগঠন প্রচেষ্টায় সাহায্য করতে আগ্রহী বলে জানান।