• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ফের ব্রিটেনের ছায়া উপমন্ত্রীর দায়িত্ব পেলেন টিউলিপ

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এমপি ব্রিটেনের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হয়েছেন। বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় তিনি শ্যাডো আর্লি ইয়ার্স মিনিস্টার নিযুক্ত হন।

    টিউলিপ এর আগেও এ পদে দায়িত্ব পালন করেন। ব্রিটেনের সদ্যসমাপ্ত নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন ৩৭ বছর বয়সী টিউলিপ। ব্রিটেনজুড়ে যে পাঁচ-ছয়টি আসনে জয়-পরাজয় নিয়ে ভোটার ও ব্রিটিশ গণমাধ্যমের উন্মুখ দৃষ্টি থাকে, তার মধ্যে হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন একটি।

    নব্বই দশক থেকে এই আসনটি ব্রিটেনের তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ আসনগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে আছে। ব্রিটেনের রয়্যাল সোসাইটি অব আর্টসের ফেলো টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ২০১৫ সালে এই আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। ওই নির্বাচনে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তিনি। ২০১৭ সালের নির্বাচনে তিনি ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন।

    লন্ডনে জন্ম নেওয়া ক্যারিয়ার পলিটিশিয়ান টিউলিপ মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ক্যামডেন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভ‚ত নারী কাউন্সিলর।

    ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক এবং শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়। সূত্র : ওয়েবসাইট।

    ২০২০ সালে চার কোটি বিদেশী পর্যটক আকর্ষণের চেষ্টা করবে জাপান

    জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা, পর্যটন কৌশল এগিয়ে নেয়ার লক্ষ্যে বুধবার সরকারী এক প্যানেলের সামনে ভাষণ দেন। এই বছরের শেষ নাগাদ জাপানের লক্ষ্য হল চার কোটি পর্যটককে স্বাগত জানানো বলে তিনি পুনরাবৃত্তি করেন।

    বিশ্ব ভ্রমণকারীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের স্থানে পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে জাপানকে প্রচেষ্টা চালাতে হবে বলে তিনি উল্লেখ করেন।

    তিনি বলেন, শুধুমাত্র হোক্কাইদো এবং ওকিনাওয়ার মত প্রধান প্রধান এলাকাগুলো ছাড়াও অন্যান্য অঞ্চল সম্প্রসারণের বিরাট সম্ভাবনা রয়েছে।

    গত সপ্তাহে সরকার অনুমান করেছিল যে ২০১৯ সালে রেকর্ড সংখ্যক প্রায় ৩ কোটি ২০ লক্ষ বিদেশী জাপান ভ্রমণে এসেছিল। তবে দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটকদের সংখ্যা হ্রাস পাওয়ায় বছর ওয়াড়ি হিসাবে বৃদ্ধির এই হার হল শুধুমাত্র দুই দশমিক দুই শতাংশ।