• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ইউক্রেনের বিমান হয়তো ভূপাতিত করা হয়েছে

    কানাডা, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র সন্দেহ করছে যে, ইরান ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করেছে যেটি বুধবার বিধ্বস্ত হয়। ইরান এই অভিযোগ অস্বীকার করে।

    ইউক্রেন আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট ৭৫২ প্রায় ১৮০ জন আরোহী নিয়ে তেহরানের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। সমস্ত যাত্রী এবং ক্রু নিহত হয়েছেন।

    ইউক্রেনের সরকার জানাচ্ছে, ৮২ জন ইরানি নাগরিক এবং ৬৩ জন কানাডার নাগরিক বিমানের যাত্রী ছিলেন। আরোহীদের মধ্যে আরও ছিলেন ইউক্রেন, সুইডেন, আফগানিস্তান, জার্মানি ও বৃটেনের নাগরিক।

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৃহস্পতিবার বলেন, সাক্ষ্য-প্রমাণ এই ইঙ্গিত দিচ্ছে যে, বিমানটি ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ভূপাতিত করা হয়। তিনি এও বলেন, বিমানটি হয়তো ভুলবশত ভূপাতিত করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা একথা বলেন বলে জানা গেছে যে, মার্কিন উপগ্রহ দু’টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র শনাক্ত করে যেগুলো বিমানটি বিস্ফোরিত হওয়ার একটু আগে নিক্ষেপ করা হয় এবং বিমানটি হয়তো দুর্ঘটনাবশত ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

    ইরানি বিমান চলাচল কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে বলেন, এই আকাশ পথে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানের ফ্লাইটগুলো যাওয়া-আসা করে বলে এ ধরনের এলাকায় ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ সত্যিই অবিশ্বাস্য ঘটনা।

    কর্মকর্তা এও বলেন, যদি একটি ক্ষেপণাস্ত্র বিমানটিকে আঘাত করতো তাহলে এটি টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়তো। তবে পাইলটরা বিমানে আগুন ধরে গেলে বিমানবন্দরে ফিরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কর্মকর্তা আরও বলেন, এই উচ্চতার একটি বিমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করবে না।

    কর্মকর্তা এও বলেন, ইরান পশ্চিমা দেশ থেকে অনুসন্ধানকারীদের আমন্ত্রণ জানাতে প্রস্তুত রয়েছে।

    ২০১৯ সালে জাপানে বিদেশী পর্যটকের সংখ্যায় নতুন রেকর্ড

    জাপানে বিদেশী পর্যটকের সংখ্যা পর পর সাত বছরের মত রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

    পর্যটন মন্ত্রী জানিয়েছেন, গতবছর জাপান বিদেশ থেকে আগত প্রায় ৩ কোটি ২০ লক্ষ পর্যটককে স্বাগত জানিয়েছে।

    এদের মধ্যে অনেকেই হলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইওরোপ থেকে আগত রাগবি ভক্ত যারা রাগবি ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে জাপানে এসেছিলেন।

    সস্তায় টিকিট দেয় এমন বিমান কম্পানির নতুন নতুন রুটে বিমান চালানোর সুযোগ নিয়ে চীন ও দক্ষিণপূর্ব এশিয়া থেকেও জাপান বেড়াতে এসেছেন বহু লোক।

    তবে গতবছর পর্যটক সংখ্যায় বৃদ্ধির হার ছিল এর আগের বছরের তুলনায় কিছুটা মন্থর। জাপানে আসা পর্যটকের সংখ্যা গতবছর বৃদ্ধি পায় দুই শতাংশের কিছু বেশি। দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্কের অবনতি ঘটায় সেদেশ থেকে আসা পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে।

    এবছর জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক অনুষ্ঠিত হবে। সেই পটভূমিতে জাপান আশা করছে চলতি বছর দেশে পর্যটকের সংখ্যা ৪ কোটিতে বৃদ্ধি পাবে এবং এই সংখ্যটি হবে গতছরের চেয়ে ২৫ শতাংশ বেশি।

    ২০১৯ সালে গাড়ির বাজারে ছোট গাড়ির প্রাধান্য

    ২০১৯ সালে জাপানে সর্বোচ্চ বিক্রি হওয়া নতুন গাড়ির শীর্ষ চারটি মডেলই ছিল ছোট গাড়ির।

    প্রায় ২ লক্ষ ৫৩ হাজার ইউনিট বিক্রির মধ্যে দিয়ে হোন্ডা এন-বক্স টানা তিন বছর ধরে সর্বোচ্চ অবস্থানে থাকার সম্মান অর্জন করেছে। আর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার গাড়ি বিক্রির মধ্যে দিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দাইহাতসু’র তান্তো। অন্যদিকে, প্রায় ১ লক্ষ ৬৬ হাজার ইউনিট বিক্রির মাধ্যমে তৃতীয় অবস্থানে ছিল সুযুকির স্পেসিয়া, এবং প্রায় ১ লক্ষ ৬০ হাজার ইউনিট বিক্রির মাধ্যমে নিসানের ডায়েয চতুর্থ স্থান দখল করে।

    ছোট গাড়ীগুলো বিক্রির শীর্ষ ১০টি স্থানের মধ্যে মোট পাঁচটি স্থান দখল করেছে। ক্রেতারা গাড়ীর অভ্যন্তরের বড় স্থান এবং স্বয়ংক্রিয় ব্রেক ব্যবস্থার মত অনেক নিরাপত্তা উপকরণ থাকা মডেলগুলো পছন্দ করেছেন।

    ছোট গাড়ীগুলো সাধারণত প্রথাগতভাবে পরিবারের দ্বিতীয় গাড়ি হিসেবে জনপ্রিয়। তবে শিল্প পর্যবেক্ষকরা বলছেন, চালকরা ক্রমবর্ধমানভাবে সেগুলোকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন।

    তারা বলছেন, এর কারণ এগুলোর নিরাপত্তা ব্যবস্থাসমূহ এখন বড় গাড়ীর সমমানের হয়ে উঠেছে।

    এদিকে, যে গাড়িটি ছোট না হয়েও বিক্রির শীর্ষে ছিল, সেটি হল টয়োটার হাইব্রিড গাড়ি প্রিয়ুস, ক্রমতালিকায় যার স্থান ছিল পঞ্চম।

    টোকিও’তে শেয়ার মূল্য পূর্বাবস্থায় ফিরতে শুরু করেছে

    যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য একটি সামরিক সংঘাতের সম্ভাবনার উদ্বেগ হ্রাস পাওয়ায় গতকালের মূল্য ধ্বস থেকে ঘুরে দাঁড়ানোর জন্য টোকিও শেয়ার বাজারে আজ ব্যাপক দর বৃদ্ধি ঘটে।

    আজ নিক্কেই গড় সূচক গতকাল থেকে ৫শ ৩৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ৭শ ৩৯ পয়েন্টে দিনশেষ করে।
    বাজারে অংশগ্রহণকারীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার পর ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে সতর্কতা সহজ হয়ে আসে।
    আর এর ফলে ডলারের বিপরীতে ইয়েনের দুর্বল হয়ে পড়ার মাঝে বিনিয়োগকারীরা বিক্রিত শেয়ার পুনরায় কিনে নেয়ায় এশিয়া জুড়ে শেয়ারের মূল্য বৃদ্ধি ঘটে।
    তবে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির অনিশ্চয়তার কারণে অপেক্ষা এবং দেখার মনোভাব অব্যাহত থাকবে বলে তারা মনে করেন।

    ইরানের দশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইরাকে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী ও কোয়ালিশন বাহিনীকে লক্ষ্য করে ইরান দশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে।

    ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী বলছে এটা ছিল যুক্তরাষ্ট্রের দেশের সর্বোচ্চ সামরিক অধিনায়ক কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ।

    পেন্টাগন বলছে স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে ইরাকে অন্তত দুটি ঘাঁটির উপর হামলা চালানো হয়।

    ইরানের সরকারের সাথে সম্পর্কিত ফার্স বার্তা সংস্থা তিন মিনিটের ভিডিও ফুটেজ প্রচার করে, যেখানে দৃশ্যত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা দেখানো হয়েছে।

    ইরানি বার্তা সংস্থার ভিডিওতে ক্ষেপণাস্ত্রের পশ্চিম ইরাকে অবস্থিত আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে আঘাত হানা দেখানোর চেষ্টা করা হয়েছে। ইরাকের একটি টেলিভিশন স্টেশন বলছে ষোলটি ক্ষেপণাস্ত্র কিংবা রকেট ঘাঁটিতে নিক্ষেপ করা হয়।

    পেন্টাগন বলছে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত আরবিলের আরেকটি ঘাঁটিকেও লক্ষ্য ধরে নেয়া হয়েছে।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন ক্ষয়ক্ষতি ও হতাহতের হিসাব করে দেখা হচ্ছে। তবে তিনি আরও উল্লেখ করেন যে এপর্যন্ত সবকিছু হচ্ছে ভাল।

    ইরান চালানো হামলার কারণে টোকিওতে শেয়ারের মূল্য পতন

    ইরাকে মোতায়েন মার্কিন এবং জোট বাহিনীকে লক্ষ্য করে ইরানের চালানো হামলার পর টোকিও শেয়ার বাজারে বুধবার শেয়ারের মূল্য হ্রাস পেয়েছে।

    নিক্কেই গড় শেয়ারের মূল্য অল্প সময়ের জন্য সকালের লেনদেনে ৬০০ পয়েন্টের বেশি হ্রাস পেয়ে নভেম্বর মাসের পর থেকে প্রথমবারের মত ২৩ হাজার পর্যায়ের নীচে চলে যায়।

    তবে পরে শেয়ারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়ে ২৩ হাজার ২০৪ পয়েন্টে দিন শেষ করে যা হল গতকালের তুলনায় ৩৭০ পয়েন্ট কম।

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বৃদ্ধি করতে পারে বলে দেখা দেয়া উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা বিক্রয়াদেশ দেন।

    তবে পরে ইরান যুদ্ধ চায় না বা উত্তেজনা বৃদ্ধি করতে চায় না বলে সরকারী পক্ষের পোস্ট করা টুইট বার্তার পর দুপুরের লেনদেনের সময় শেয়ারের মূল্যে সামান্য পুনরুদ্ধার লক্ষ্য করা যায়।

    বাজার সূত্রসমূহ বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বুধবার সকাল এক বিবৃতি দেবেন বলার পর বিনিয়োগকারীরা পরিস্থিতির উপর নজর রাখছে।

    মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী

    আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মাঝে চলতি মাসের পরের ভাগে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফর করবেন জাপানি প্রধানমন্ত্রী শিনযো আবে।

    আজ ক্ষমতাসীন দলের নির্বাহীদের এক বৈঠকে আবে এই তথ্য উন্মোচন করেন যে তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান সফরে যাবেন।

    আবে বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তিনি কূটনৈতিক প্রচেষ্টা চালাবেন।

    ট্রাম্পের মাথার মূল্য ৮০ মিলিয়ন ডলার ঘোষণা

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার অর্থাৎ ৮ কোটি ডলার ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। এর আগে মার্কিন হামলায় জেনারেল কাশেম সোলেমানিকে হত্যা করার জেরে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দেয় ইরান।

    গতকাল রোববার (৫ জানুয়ারি) দেশটির মাশহাদ শহরের রাস্তায় জনতার ঢল নামে। হাজার হাজার বিক্ষুদ্ধ ইরানি ‘আমেরিকা নিপাত যাক’ সহ বিভিন্ন মার্কিন বিরোধী ¯েøাগান দিতে থাকে। এসময় সোলোমানির শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে আসা জনসমূদ্রের সামনে দেশটির শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মাথা এনে দিতে পারলে ৮০ মিলিয়ন দেওয়া হবে। দেশটির একাধিক টিভি চ্যানেল তা সম্প্রচার করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
    ইরানের মাশহাদ শহরে জানাজা ও শ্রদ্ধা অনুষ্ঠানে দেশটির এক শীর্ষ নেতা বলেন, এদেশের প্রায় ৮০ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। প্রত্যেকে যদি এক ডলার করে দেয় তাহলে ৮০ মিলিয়ন হবে। আর যে ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে তাকে ওই ৮০ মিলিয়ন ডলার দেওয়া হবে।
    এদিকে সোলেমানিকে হত্যার প্রতিবাদে ইরানে চার দিনের শোক ঘোষণা করা হয়েছে। আর তার লাশ শিয়া মুসলমানদের ৫টি পবিত্র স্থানে নেওয়া হবে। এর মধ্যে একটি মাশহাদে আর বাকী চারটি ইরানে।
    বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলেমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করে পেন্টাগন। ওই হামলায় ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া উপ-প্রধান আবু মাহদিও নিহত হয়েছেন।
    এরই মধ্যে সোলেমানি হত্যায় ক্ষুব্ধ ইরানের জেনারেল গোলাম আলি আবু হামজাহ হরমুজ প্রণালীতে গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তার বাহিনী ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজসহ পারস্য উপসাগর ও ইজরায়েলের নিকটবর্তী প্রায় ৩৫টি মার্কিন স্থাপনার দিকে তাক করে আছে বলে জানান তিনি।
    সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে যে, সোলেইমানির মৃত্যুকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিল করছে। ওই ভিডিওতে একটি পুরুষ কণ্ঠে প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার বিনিময়ে পুরস্কার ঘোষণা করতে শোনা গেছে।
    ধারণা করা হচ্ছে ওই পুরুষ কণ্ঠটি অনুষ্ঠানটির আয়োজক কোনো ব্যক্তির। তিনি বলেন, ইরানের ৮ কোটি মানুষের প্রত্যেকের পক্ষ থেকে এক ডলার করে দিলে ৮ কোটি ডলার হবে। যার নির্দেশে এই হত্যাকান্ড ঘটেছে তার মাথা এনে দিতে পারলে আমাদের সবার পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৮ কোটি ডলার দেওয়া হবে।
    যে কেউ এই হলুদ চুলের পাগলের (ট্রাম্পের) মাথা এনে দিতে পারলে ইরানের জনগণের পক্ষ থেকে তাকে ৮ কোটি ডলার পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

    শীতল নদীতে শীতকালীন কারাতে অনুশীলন

    পশ্চিম জাপানের কারাতে উৎসাহীদের একটি দল একটি নদীতে মধ্য শীতের এক বার্ষিক অনুশীলনে অংশ নেয়ার জন্য শীতের তীব্রতা উপেক্ষা করেছেন।

    ওয়াকাইয়ামা জেলার শিনগু শহরে ঐ দলটি প্রতিবছর অনেকটা এই সময়ে অনুশীলনের আয়োজন করে।

    ৫ থেকে ৭৭ বছর বয়সী প্রায় ৩০ ব্যক্তি শীতল বায়ু বয়ে যাওয়া কালীন ধীরে ধীরে কুমানো নদীতে প্রবেশ করেন।

    অংশগ্রহণকারীরা পানিতে দাঁড়িয়ে চিৎকার করে উপর্যুপরি সামনের দিকে হাতের প্রক্ষেপণ’সহ অন্যান্য পদ্ধতির অনুশীলন করেন।

    প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বলে, সে খুব অনুপ্রাণিত বোধ করছে এবং প্রত্যাশা করছে যে একটি জাতীয় প্রতিযোগিতার ম্যাচে সে জয়লাভ করবে।

    ডাক্তারদের থেকেও দ্রুত ক্যানসার সনাক্ত করবে গুগল হেলথ

    সারা বিশ্বে কয়েক লাখ মহিলা স্তন ক্যানসারে আক্রান্ত। যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ৫৫ হাজার মহিলার স্তন ক্যানসার ধরা পড়ে। আমেরিকায় প্রতি ৮ জনের মধ্যে একজন মহিলা স্তন ক্যানসার আক্রান্ত। ডিজিটাল ম্যামোগ্রাফি অথবা স্তনের এক্স-রে সবচেয়ে সহজ পদ্ধতি স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের। আমেরিকা ও যুক্তরাজ্য মিলিয়ে প্রতি বছর প্রায় ৪ কোটি ২০ লাখ স্তন ক্যানসার স্ক্রিনিং টেস্ট হয়ে থাকে। ডিজিটাল ম্যামোগ্রাফির মতো প্রযুক্তি থাকার পরেও প্রথম ধাপেই স্তন ক্যানসার চিহ্নিত করা এখনও বেশ কঠিন চ্যালেঞ্জ।

    এই কঠিন কাজকে সহজ করার লক্ষ্যে এগিয়ে এসেছে গুগল হেলথ। ইউকে এবং আমেরিকার প্রথম সারির ক্লিনিকাল রিসার্চ পার্টনারদের সঙ্গে মিলে গবেষণা শুরু করেছে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সহজে এবং নিখুঁতভাবে স্তন ক্যানসার স্ক্রিনিং করা যায়। ২ বছর ধরে চলা সেই গবেষণার প্রাথমিক ফল প্রকাশিত হয়েছে ‘নেচার’ পত্রিকায়। গবেষণায় দেখা গিয়েছে, গুগল হেলথ-এর এই নতুন ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ মডেল অনেক নিখুঁতভাবে স্তন ক্যানসার ধরতে পেরেছে। ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। প্রাথমিক সাফল্যের পর আশা করা যেতেই পারে আগামীদিনে রেডিওলজিস্টদের কাজ অনেকটাই সহজ করে দেবে এই আবিষ্কার।

    এই গবেষণার কাজে গুগল হেলথ-এর সঙ্গে কাজ করেছেন ডিপ মাইন্ড, ক্যানসার রিসার্চ ইউকে ইম্পেরিয়াল সেন্টার, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং রয়্যাল সারে কাউন্টি হাসপাতালের গবেষকরা। সূত্র: সিএনএন।

    ইরান প্রতিশোধ নিলে দেশের ৫২টি স্থানে আঘাত হানার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধ নেয়ার হুমকির কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন।

    গতকাল টুইটার বার্তায় ট্রাম্প উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ইরানের ৫২টি স্থানে লক্ষ্য ঠিক করে রেখেছে, মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্রের সম্পদের উপর ইরান আঘাত হানলে যেসব জায়গায় হামলা চালানো হবে। তিনি বলেছেন কিছু কিছু লক্ষ্য হচ্ছে “খুবই উচ্চ পর্যায়ের এবং ইরান ও দেশের সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ।”

    ট্রাম্প পরে এক টুইটার বার্তায় বলেছেন, “ওরা আমাদের উপর হামলা করেছে এবং আমরা পাল্টা আঘাত হেনেছি। ওরা আবারও আঘাত করলে, যা না করার পরামর্শ আমি দেব, এর আগে যেমন আঘাত কখনও ওরা পায়নি তার চাইতে আরও কঠিন আঘাত আমরা ওদের উপর চালাবো।”

    টুইট বার্তায় তিনি আরও লিখেছেন, “যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জামের পেছনে মাত্র কিছুদিন আগে দুই লক্ষ কোটি ডলার খরচ করেছে। আমরা হচ্ছি সবচেয়ে বড় এবং সারা বিশ্বে অনেক এগিয়ে থাকা সেরা! মার্কিন ঘাঁটিতে কিংবা কোন মার্কিন নাগরিকের উপর ইরান হামলা চালালে সর্বাধুনিক কিছু চমৎকার সেইসব যন্ত্রপাতি ওদের পথে আমরা পাঠাবো এবং কোনরকম দ্বিধা না করে তা করবো!”

    যুক্তরাষ্ট্র প্রায় ৩,০০০ সৈন্য মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা করছে। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস গতকাল খবর দিয়েছে যে এদের কিছু অংশকে কুয়েতে প্রেরণ করা হয়েছে।

    প্রযুক্তিতে বদলে যাচ্ছে বিশ্ব

    পিছিয়ে নেই বাংলাদেশও
     প্রযুক্তির নিত্য উত্কর্ষতার দাক্ষিণ্যে পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। বিজ্ঞানীদের নিত্যনতুন আবিষ্কারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের জগত। প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। মানুষের জীবন সহজ, আরামদায়ক ও নিরাপদ করতে প্রযুক্তি অবদান রাখছে বড়মাত্রায়। জীবনের মুখ্য অনুষঙ্গ হয়ে উঠেছে প্রযুক্তি। বিজ্ঞানীরা প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির খোঁজ করে চলেছেন।কিছু কিছু প্রযুক্তির উত্কর্ষ মানুষের কল্পনাকেও ছাপিয়ে গেছে। প্রতি দশকেই মানুষের প্রাযুক্তিক উন্নয়ন বিস্ময় সৃষ্টি করছে। ডিজিটাল হয়ে উঠছে প্রত্যন্ত অঞ্চল থেকে মহাবিশ্বের প্রায় সবকিছু। প্রতিনিয়ত প্রযুক্তির ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা। এখন বিশ্বের উন্নয়নের ধারনা বদলে গেছে, তথ্য প্রযুক্তির ব্যবহার যে দেশে যত বেশি সেই দেশ তত বেশি উন্নত। মহাকাশজুড়ে হাজার হাজার স্যাটেলাইট পৃথিবীর দৃশ্যপট বদলে দেওয়ার মহানায়ক। কম্পিউটার, ল্যাপটপ, আইপড, ট্যাব, অ্যাপল, অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মোবাইল অ্যাপ, রোবট, ড্রোন, মোবাইল ব্যাংকিং,অনলাইনে কেনাকাটা, রাইড, সর্বাধুনিক কৃষি প্রযুক্তি, ফিসিং প্রযুক্তিসহ বহু অভিনব প্রযুক্তি বিপ্লব সৃষ্টি করে চলেছে। অনলাইন সংবাদমাধ্যমের জয়জয়কার চলছে। বিশ্বের অনেক বিখ্যাত পত্র-পত্রিকা প্রিন্ট ভার্সন বন্ধ করে অনলাইনে প্রবেশ করেছে। আইফোন হ্যান্ডসেট হাতের মুঠোয় পুরে দিয়েছে আস্ত একটি কম্পিউটারকে।

    আমাদের দেশেও দিন দিন বাড়ছে তথ্য প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির জোয়ারে ভাসছে আজকের প্রজন্ম। গোটা দুনিয়াটাকে অনুমিত হচ্ছে হাতের মুঠোয় মার্বেলের চেয়েও ছোট কিছু! হাতে হাতে অপার প্রযুক্তির সৃষ্টির সম্ভার। প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী শহর চলছে প্রযুক্তির হাত ধরে। অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত করতে প্রযুক্তির সমপ্রসারণ হচ্ছে ব্যাপক হারে। স্কুলশিক্ষার্থী থেকে শুরু করে গ্রামের কৃষক পর্যন্ত সবার জীবন বদলে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়ায়। আগে অজপাড়া গাঁ বলতে যা বুঝানো হতো তা এখন আর দেখা যায় না গ্রামাঞ্চলে। ঘরে ঘরে আজ প্রযুক্তির ছোঁয়া। আগামী বছরগুলোতে এই গতি আরও বাড়বে। তখন পৃথিবীর চেহারা বদলে যাবে। আরও আধুনিকতম প্রযুক্তির ব্যবহার জীবনাচারে প্রত্যক্ষ প্রভাব ফেলবে।

    মোবাইল ফোন যবনিকা ঘটিয়েছে চিঠি-ঘড়ি-টর্চলাইট যুগের। টেরিস্টরিয়াল বা ডিস লাইনে টিভির পতন ঘটাচ্ছে তারহীন ডিটিএইচ। অললাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ই-কমার্স, অনলাইন শপিংয়ের দ্রুত প্রসার প্রতিটি বাড়িতে জীবন ধারা বদলে দিয়েছে। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউব বিনোদনের দুনিয়া বদলে দিয়েছে। সময়ের পরিবর্তন ও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে মানুষের পছন্দ এবং খাদ্যাভ্যাস। যেমন বদলে গেছে প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবন ব্যবস্থা। অনেকের ঘরের খাবারের চেয়ে বেশি পছন্দ হোটেল-রেস্তোরাঁর খাবার আর ফাস্টফুড। তাদের জন্য ফুডপান্ডা জাতীয় সরবরাহ প্রতিষ্ঠান অনিবার্য হয়ে উঠেছে। অ্যামাজান ও গুগলের পর ভার্চুয়াল সহকারীকে ডিভাইসের মাধ্যমে এনেছে আলিবাবা। আছে দারাজের মত বহু অনলাইন শপিং অ্যাপস। কোন কিছু চাহিবা মাত্র পাওয়া যাবে। আর এই অনলাইন মার্কেটিংয়ের প্রভাব এতটাই যে বিশ্বের সব খুচরা শপগুলোর শাটার টানতে হচ্ছে।

    মোবাইল অ্যাপ বিশ্লেষণী সংস্থা ‘অ্যাপ অ্যানি’র তথ্য অনুসারে, ২০১৯ সালে মানুষ অ্যাপের মাধ্যমে ১২ হাজার কোটি ডলারেরও বেশি খরচ করেছেন। স্মার্টফোনে কথা বলার চেয়ে জিফ, ইমোজি, ভিডিও কলকেই প্রাধান্য দিচ্ছেন মানুষ। মানি ব্যাগে এখন মানি রাখার বদলে থাকে ক্রেডিট কাডর্, ট্রাভেল কার্ড।

    আধুনিক যান্ত্রিক প্রযুক্তি বদলে দিয়েছে কৃষিকে। জমি কর্ষণ থেকে ফসল লাগানো, ফলানো, কাটা, বাজারে আনা পর্যন্ত সব কিছু করছে যন্ত্র। ড্রোন এনেছে বিপ্লব। দুর্গম এলাকায় চিকিত্স সেবা দিচ্ছে। জেলেরা সাগরে মাছ ধরছে আধুনিক প্রযুক্তিতে। অনলাইনেই আছে গোটা পৃথিবীর আদ্যপান্ত। ইন্টারনেটে গুগলে সন্ধান করলেই চাহিবা মাত্র সব পাওয়া যায়। কাগজের বইয়ের জায়গা নিচ্ছে ইলেক্ট্রনিক বুক (ই-বুক)। কোন কিছু সন্ধানের পরিবর্তে এখন হাতের মুঠোয় গুগল, মজিলার মত অসংখ্য সার্চিং সাইট। যেখানে একটি শব্দ লিখে সার্চ করলে মিনিটে উদ্ভাসিত হয় তথ্যভান্ডার। পাঠ্যপুস্তক, লাইব্রেরি স্টকে থাকা বস্তা বস্তা বই পড়তে অতটা ধৈর্য্য নেই এই প্রজন্মের অনেকের। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম এখন অনলাইনে। সরকারি-বেসরকারি কর্মকান্ড, নিবন্ধন, পরীক্ষার ফল প্রকাশ, নোটিশ, চাকরি নিবন্ধন থেকে শুরু করে যেকোন বার্তা অনলাইনের মাধ্যমে সেরে নেওয়া হচ্ছে।

    মোবিক্যাশ, বিকাশ, রকেট, মাইক্যাশ, ইউক্যাশ এর মত মোবাইল ব্যাংকিং ব্যবস্থাপনায় আজকের মানুষদের টাকা-পয়সা নিয়ে ঝুঁকিতে শংকিত থাকতে হয় না। সামান্য মোবাইল নেটওয়ার্ক সিমের একটি নম্বরে আজকের প্রযুক্তি মানুষকে বহু টাকার রাখার গোপনীয় ব্যবস্থা দিয়েছে। অপরদিকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অনলাইন মানি ট্রান্সফার এবং এক দেশ থেকে অন্যদেশের টাকা স্থানান্তরের জন্য বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন, ই-ব্যাংকিং (যেমন- ওয়েস্টার্ন মানি ট্রান্সফার, মানি একপ্রেস) এর মতো সুবিধা ভোগ করছে এখন মানুষ। রয়েছে নানা অ্যাপ। গাড়ি ডেকে পাঠাতে, খাবার অর্ডার করতে, গান শুনতে, কোনো কিছু কিনতে, এমনকি সঙ্গী খুঁজতেও এখন অ্যাপ ব্যবহার করে থাকেন মানুষ। বিনামূল্যের অ্যাপ ব্যবহারের পাশাপাশি পয়সা খরচ করেও অ্যাপ ব্যবহার করে থাকেন অনেকে।

    স্মার্টফোন আসার পর বদলে গেছে অনেক কিছুই। মানুষ এখন আগের উপায়ে অনেক কাজ না করে, নতুন বিকল্প উপায় খুঁজে নিতেই পছন্দ করেন বেশি। মানুষ এখন আর আগের মতো ফোনে কথা বলতে পছন্দ করেন না। গবেষণা সংস্থা ইমার্কিটারের তথ্য অনুযায়ী, মানুষ এখন সোফায় বসে সরাসরি সমপ্রচার দেখেন কম, স্মার্টফোন চালান বেশি। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ইতিহাসে প্রথমবারের মতো টিভি বিজ্ঞাপনের আয়কে ছাড়িয়ে গেছে মোবাইল বিজ্ঞাপনের আয়। ভিডিও কনফারেন্স ও নানা ধরনের অ্যাপসের মাধ্যমে সরকারি কাজ দ্রুত ও সহজ হয়ে গেছে। ৯৯৯ নম্বরে ফোন করলেই মিলছে জরুরি সেবা। গ্রামে গ্রামে পৌঁছে গেছে ই-কমার্সের সেবা। কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, টেলিভিশন ডিভাইসসহ বহু প্রযুক্তি জীবনকে অভাবনীয় করে তুলেছে। ১৬২৬৩ নম্বরে ডায়াল করে ২৪ ঘণ্টাই পাওয়া যাচ্ছে চিকিত্সা পরামর্শ। এখন বিতর্ক চলে স্টিভ জবস, বিল গেটস নাকি এলন মাস্ত- প্রযুক্তি বিশ্বে কার প্রভাব বা অবদান বেশি।

    বিশ্বের সর্ববৃহত্ ফ্রিল্যান্স মার্কেট প্লেস ওডেস্কের মতে, ঢাকা বিশ্বের তৃতীয় বৃহত্তম আউটসোর্সিং নগরী। প্রজন্মের চোখ এখন অনলাইনে। ক্যানালিস রিসার্চের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে পাঁচশ’ কোটি স্মার্টফোন ব্যবহূত হচ্ছে। ২০১০ সালে বিশ্বে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৩০ কোটি। ২০১৯ সালে ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২০ কোটিতে। সবমিলিয়ে এমন একটি অবস্থা দাঁড়িয়েছে যে বিশ্বে বর্তমানে মোট মানুষের চেয়ে মোবাইল সংযোগের সংখ্যা বেশি। স্বাভাবিকভাবেই স্মার্টফোনকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য ব্যবসা ও সেবা।

    টোকিওতে খোলা হচ্ছে প্রমোদতরী টার্মিনাল

    এ গ্রীষ্মে টোকিওতে অলিম্পিক এবং প্যারালিম্পিক অনুষ্ঠিত হওয়া উপলক্ষ্যে শহরটির সমুদ্র উপকূলে প্রমোদতরীর জন্য একটি নতুন টার্মিনাল খোলা হবে।

    অলিম্পিক শুরু হওয়ার ঠিক দশ দিন পূর্বে ১৪ই জুলাই টোকিও ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল কার্যক্রম শুরু করবে।

    বিশ্বের সর্বাপেক্ষা বড় প্রমোদ তরীগুলোতে আকৃষ্ট করার আশায় টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষ ৩৬ কোটি ডলারেরও বেশি ব্যয়ে স্থাপনাটি নির্মাণ করছে।

    জাপানে প্রমোদ তরীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বন্দর তৈরির আহবানের মধ্যে এই প্রকল্পটি শুরু হয়েছিল।

    টোকিও কর্তৃপক্ষ আশা করছে টার্মিনালটি খোলার পর ৬ মাসেরও বেশি সময়ে ১ লক্ষ ৮০ হাজার লোক এটি ভ্রমণ করবে। কর্তৃপক্ষ আরও জানাচ্ছে বড় প্রমোদতরীতে ভ্রমণ ১৮ লক্ষ ডলারের অর্থনীতির সম্প্রসারণ ঘটাবে।

    কার্যকর হচ্ছে জাপান-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি

    জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নতুন একটি বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে।

    জাপান দেশের বাজার মার্কিন খামার পণ্যের জন্য এমন এক পর্যায় পর্যন্ত উন্মুক্ত করবে, যা কিনা আন্তঃ প্রশান্ত মহাসাগর অংশীদার চুক্তির পরিসর অতিক্রম করবে না।

    মার্কিন গো মাংসের উপর আরোপিত জাপানের শুল্ক ৩৮.৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ২৬.৬ শতাংশে দাঁড়াবে। করের এই হার শেষ পর্যন্ত ৯ শতাংশে নেমে যাবে।

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হয়েছেন যে জাপানের মোটরগাড়ির উপর শুল্ক বৃদ্ধি করা থেকে ওয়াশিংটন বিরত থাকবে।

    জাপানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট একই সাথে মোটরগাড়ি ও মোটরগাড়ির যন্ত্রাংশের উপর আরোপিত কর নিয়ে আলোচনা অব্যাহত রাখতেও সম্মত হয়েছেন। জাপান চাইছে যুক্তরাষ্ট্র যেন শুল্ক তুলে নেয়। ওয়াশিংটন এবং টোকিও চার মাস সময়ের মধ্যে পরবর্তী দফার আলোচনা শুরুর পরিকল্পনা করছে।

    জাপান সরকার মুক্ত বাণিজ্য জোট আরও সম্প্রসারিত করে নেয়ায় মুখ্য ভূমিকা পালন করতে চাইছে। এসব প্রচেষ্টার মধ্যে দ্রুত এক সময়ের মধ্যে আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদার চুক্তি সম্পাদন এবং বিশ্ব বাণিজ্য সংগঠনের সংস্কার প্রত্যাশাও অন্তর্ভুক্ত আছে।

    ওকিনাওয়ার শুরি দুর্গে ছোট আকারে নববর্ষ উদযাপন

    ওকিনাওয়ার শুরি দুর্গে ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপন ছোট আকারে পালন করা হচ্ছে। অক্টোবার মাসের শেষ নাগাদ আগুন লেগে ধ্বংস হয়ে গিয়েছিল দুর্গের প্রধান ভবন।

    বার্ষিক এই উৎসব পূর্নাঙ্গ ভাবে পালিত হওয়ার সময়, রিউকিয়ু রাজবংশের সময়ে পালিত এক প্রথা পুনরায় নির্মাণ করা হয়েছিল। উনিশ শতকের শেষ পর্যন্ত প্রায় সাড়ে চারশো বছর ধরে বর্তমান ওকিনাওয়া নামে পরিচিত এলাকা সহ চারিপাশের এলাকাগুলোতে শাসন করত এই রাজবংশ।

    বুধবার দুর্গের ফটকের কাছাকাছি এই বছরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণত এই অনুষ্ঠান দুর্গের সামনের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে থাকে তবে আগুন লাগার পর থেকে ঐ এলাকায় প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

    ঘন্টার গং শব্দ সহ তুর্যধ্বনির সাথে ফটক খুলতে দেখা যায় এবং এর পরে পরেই উজ্জ্বল লাল রঙের রাজা-রাণীর পোশাক পরে দুই ব্যক্তি বেরিয়ে আসেন।

    দর্শনার্থীদের মধ্যে একজন জানান যে রাণীর সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেছেন।পর্যটক হিসাবে দুর্গটি দর্শনের মাধ্যমে তিনি এর পুর্নগঠন প্রচেষ্টায় সাহায্য করতে আগ্রহী বলে জানান।