• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • গত সপ্তাহে জাপান জুড়ে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

    গত সপ্তাহে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার কারণে জাপান জুড়ে ২ হাজারেরও বেশি লোকজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই সংখ্যা এর পূর্বের সপ্তাহের তুলনায় চারগুণ।

    অগ্নি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি এই তথ্য উন্মোচন করেছে যে চলতি মাসের ২৬ তারিখ শেষ হওয়া সপ্তাহটিতে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মোট ২ হাজার ৫৩ জন। তাদের মধ্যে চারজনের মৃত্যু ঘটে।

    এজেন্সি বলছে, গত সপ্তাহে জাপান জুড়ে মৌসুমের সংগে সামঞ্জস্যহীন অতি গরম আবহাওয়া অব্যাহত থাকায় হাসপাতালে নেয়া মানুষের সংখ্যা হঠাৎ করেই বেশ বেড়ে যায়।

    টোকিও’র কাছে নির্বিচার ছুরিকাঘাতে দু’জন নিহত

    জাপানে, মঙ্গলবার টোকিও’র কাছে নির্বিচারভাবে চালানো ছুরির আঘাতে একটি শিশু ও একজন পুরুষ নিহত এবং অন্য ১৭ জন আহত হয়েছেন। পুলিশ জানাচ্ছে, সন্দেহভাজন হামলাকারী নিজেও নিজের ছুরির আঘাতে নিহত হন।

    সকাল ৮টার আগে এই হামলা সংঘটিত হয় যখন একদল প্রাথমিক বিদ্যালয়ের শিশু কানাগাওয়া জেলার কাওয়াসাকি শহরের স্কুল বাসে ওঠার জন্য অপেক্ষা করছিল।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, দেখে বয়স ৫০-এর কোঠায় বলে মনে হওয়া এক ব্যক্তি দুই হাতে দু’টি ছুরি নিয়ে এই দলটির দিকে অগ্রসর হয় এবং তাদের উপর হামলা চালাতে শুরু করে।

    পুলিশ এবং অগ্নিনির্বাপক কর্মীরা বলছেন, ১৭টি শিশু, একজন পুরুষ এবং একজন মহিলাকে আহত হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    তাদের মধ্যে ১১ বছর বয়সী একটি বালিকা এবং ৩৯ বছর বয়সী একজন পুরুষ পরে মারা যান।

    পুলিশের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি কাওয়াসাকি শহরের বাসিন্দা। হামলাস্থলের কাছ থেকে পুলিশ তাকে আটক করে, তবে সে নিজেই নিজের গলায় ছুরি বসিয়ে দেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। হাসপাতালে পরে তার মৃত্যু হয়।