• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের নারিতা বিমানবন্দরে টহলদার রোবটের ব্যবহার শুরু হতে যাচ্ছে

    টোকিও’র অদূরের নারিতা বিমানবন্দর পরিচালনাকারী কোম্পানি টার্মিনাল ভবনে এমন একটি রোবটের উন্মোচন করেছে যা নিরাপত্তা টহলের জন্য ব্যবহার করা হবে।

    ২০২০ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিকের কারণে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাবার প্রত্যাশা থেকে নিরাপত্তা জোরদারের কাজে এই রোবটগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দরের পরিচালনা কোম্পানি।

    আগামী মাসের ৩ তারিখ থেকে এই রোবটগুলোর কার্যক্রম শুরু হবে। যন্ত্রগুলো কিভাবে পরিচালনা করা হবে, তা গতকাল গণমাধ্যমের কাছে প্রদর্শন করা হয়েছে।

    ১.২০ মিটার উঁচু চাকাযুক্ত রোবটগুলোর সাথে ৩শ ৬০ ডিগ্রীর নজরদারি ক্যামেরার পাশাপাশি বাধা সনাক্তকারী সেন্সর ও একটি মেটাল ডিটেক্টর’সহ অন্যান্য যন্ত্রপাতি সংযুক্ত রয়েছে।

    রোবটটি বাধা এড়িয়ে টার্মিনালগুলোর ভিতরে পূর্বে থেকে প্রোগ্রামকৃত একটি টহল পথ অনুসরণ করতে পারে।

    নারিতা বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, জাপানের কোন বিমানবন্দরে এবারই প্রথম এ ধরণের কোন নিরাপত্তা রোবট ব্যবহৃত হতে যাচ্ছে।

    সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা কর্মীর ঘাটতি মেটাতে জাপানের কয়েকটি রেল স্টেশন’সহ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইতিমধ্যেই রোবটের ব্যবহার হয়ে আসছে।

    বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সাহায্য করবে জাপান

    জাপান ও বাংলাদেশের নেতারা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের ১২০ কোটি ডলারের সমপরিমাণ ইয়েন ঋণ প্রদানের একটি চুক্তি নিয়ে সম্মত হয়েছেন।

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং তাঁর বাংলাদেশি প্রতিপক্ষ শেখ হাসিনা গতকাল টোকিওতে বৈঠকে মিলিত হন।

    সেই তহবিল অন্যান্য প্রকল্পের মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বন্দর নির্মাণ এবং রাজধানী ঢাকার একটি রেল প্রকল্পে খরচ করতে তাঁরা সম্মত হয়েছেন।

    অবকাঠামো উন্নয়নে নেয়া উদ্যোগের মধ্যে দিয়ে অঞ্চল জুড়ে চীনের উপস্থিতি বৃদ্ধি পেতে থাকার সময়ে এই চুক্তি স্বাক্ষরিত হল।

    দুই পক্ষ একই সাথে বাংলাদেশ থেকে জাপানে আসা শ্রমিকদের কর্ম পরিস্থিতি উন্নত করে নেয়ার প্রয়োজনীয়তাও নিশ্চিত করে নিয়েছে। শ্রমিক ঘাটতি সামাল দিতে জাপান বিদেশী কর্মীদের স্বাগত জানাচ্ছে।

    মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতির উল্লেখও আবে করেছেন। এদের প্রত্যাবাসনের চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে টোকিওর সহায়তার প্রতিশ্রুতি আবে দেন।

    আবে পরে সাংবাদিকদের বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে নিতে এবং বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে তাঁর সরকার কাজ করবে।