• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হুয়াওয়েকে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেয়া বন্ধ করেছে গুগলঃ রয়টার্স

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে গুগল তাদের তৈরি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম হুয়াওয়ের স্মার্টফোনকে দেয়া বন্ধ করেছে। গত সপ্তাহে, মার্কিন সরকার চীনা টেলিকম যন্ত্রাংশ তৈরিকারকদের সাথে অনুনোমোদিত ব্যবসা করা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে নিষিদ্ধ করেছে।

    রোববার সংবাদ সংস্থা আরও জানায় যে জিমেইল এবং গুগল প্লে অ্যাপ স্টোরসহ গুগলের মূল সেবাগুলো হুয়াওয়ের স্মার্টফোনের ভবিষ্যৎ মডেলের জন্য বন্ধ করে দেবে।

    এই চীনা কোম্পানিটি মার্কিন কোম্পানি অ্যাপলকে টপকে গেছে। আইফোন তৈরি করা কোম্পানিটি জাহাজে চালান পাঠানোর দিক থেকে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন প্রস্তুতকারক। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স প্রথম স্থান দখল করে আছে।

    বিশ্লেষকরা বলছেন গুগলের এই সিদ্ধান্ত হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

    জাপানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

    আবহাওয়া কর্মকর্তারা সোমবার শেষভাগ থেকে মঙ্গলবার পর্যন্ত জাপানের বিভিন্ন অংশে স্থানীয় অঞ্চলে সীমাবদ্ধ ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করেছেন।

    আবহাওয়া এজেন্সি জানিয়েছে, উষ্ম ও জলীয় বাষ্পপূর্ণ বায়ু এবং মেঘ জাপানের উপর দিয়ে বয়ে চলেছে যা অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সৃষ্টি করছে।

    কর্মকর্তারা জানান, মঙ্গলবার পর্যন্ত এই মেঘ পশ্চিম জাপান থেকে পূর্ব জাপানে বয়ে চলায় প্রধানত প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় মুষলধারে বৃষ্টিপাত ঘটাতে পারে।

    তারা জানান, সোমবার শেষভাগ পর্যন্ত শিকোকু এবং কিন্‌কি অঞ্চলে, মঙ্গলবার সকাল পর্যন্ত তোকাই অঞ্চলে এবং মঙ্গলবার ভোর থেকে দুপুরবেলার কিছুটা পর পর্যন্ত কান্তো অঞ্চলে ঘণ্টায় ৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।

    তারা আরও জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে তোকাই’এ বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে দুইশো ৫০ মিলিমিটার, কান্তো-কোশিন’এ দুইশো মিলিমিটার, ইযু দ্বীপমালায় ১৮০ মিলিমিটার, কিন্‌কি’তে একশো ৫০ মিলিমিটার এবং শিকোকু’তে একশো ২০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

    কর্মকর্তারা ভূমিধ্বস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি এবং উঁচু ঢেউসহ বজ্রপাত ও টর্নেডোর সতর্কতা জারি করেছেন।