হুয়াওয়েকে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেয়া বন্ধ করেছে গুগলঃ রয়টার্স
রোববার সংবাদ সংস্থা আরও জানায় যে জিমেইল এবং গুগল প্লে অ্যাপ স্টোরসহ গুগলের মূল সেবাগুলো হুয়াওয়ের স্মার্টফোনের ভবিষ্যৎ মডেলের জন্য বন্ধ করে দেবে।
এই চীনা কোম্পানিটি মার্কিন কোম্পানি অ্যাপলকে টপকে গেছে। আইফোন তৈরি করা কোম্পানিটি জাহাজে চালান পাঠানোর দিক থেকে বিশ্বের দ্বিতীয় স্মার্টফোন প্রস্তুতকারক। দক্ষিণ কোরিয়ার স্যামসাং ইলেকট্রনিক্স প্রথম স্থান দখল করে আছে।
বিশ্লেষকরা বলছেন গুগলের এই সিদ্ধান্ত হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।