জাপানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি

আবহাওয়া কর্মকর্তারা সোমবার শেষভাগ থেকে মঙ্গলবার পর্যন্ত জাপানের বিভিন্ন অংশে স্থানীয় অঞ্চলে সীমাবদ্ধ ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করেছেন।

আবহাওয়া এজেন্সি জানিয়েছে, উষ্ম ও জলীয় বাষ্পপূর্ণ বায়ু এবং মেঘ জাপানের উপর দিয়ে বয়ে চলেছে যা অস্থিতিশীল বায়ুমণ্ডলীয় পরিস্থিতির সৃষ্টি করছে।

কর্মকর্তারা জানান, মঙ্গলবার পর্যন্ত এই মেঘ পশ্চিম জাপান থেকে পূর্ব জাপানে বয়ে চলায় প্রধানত প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় মুষলধারে বৃষ্টিপাত ঘটাতে পারে।

তারা জানান, সোমবার শেষভাগ পর্যন্ত শিকোকু এবং কিন্‌কি অঞ্চলে, মঙ্গলবার সকাল পর্যন্ত তোকাই অঞ্চলে এবং মঙ্গলবার ভোর থেকে দুপুরবেলার কিছুটা পর পর্যন্ত কান্তো অঞ্চলে ঘণ্টায় ৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।

তারা আরও জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে তোকাই’এ বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে দুইশো ৫০ মিলিমিটার, কান্তো-কোশিন’এ দুইশো মিলিমিটার, ইযু দ্বীপমালায় ১৮০ মিলিমিটার, কিন্‌কি’তে একশো ৫০ মিলিমিটার এবং শিকোকু’তে একশো ২০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

কর্মকর্তারা ভূমিধ্বস, নদীর পানির উচ্চতা বৃদ্ধি এবং উঁচু ঢেউসহ বজ্রপাত ও টর্নেডোর সতর্কতা জারি করেছেন।