হুয়াওয়েইয়ের স্মার্ট-ফোন বাজারজাত করা স্থগিত রাখবে জাপানের মোবাইল ফোন সেবা প্রদানকারীরা
চীনের কোণঠাসা হয়ে পড়া হুয়াওয়েই টেকনোলোজিসকে জাপানে নতুন বাঁধার মুখে পড়তে হচ্ছে। জাপানের মোবাইল ফোন সেবা প্রদানকারী কোম্পানি কে ডি ডি আই এবং সফট-ব্যাংক বলছে হুয়াওয়েইয়ের নতুন পি-৩০ স্মার্ট-ফোনের বিক্রি তারা স্থগিত রাখবে। জাপানে চলতি মাসের পরবর্তী সময়ে এই যন্ত্র বাজারে ছাড়ার কথা ছিল।
জাপানের মোবাইল ফোন কোম্পানিগুলো একই সাথে সেই ফোনের জন্য অগ্রিম ক্রয়াদেশ নেয়াও বন্ধ করে দেবে। যে কারণ এরা দেখাচ্ছে তা হল, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংঘাত চলতে থাকা অবস্থায় হুয়াওয়েই নির্ভরযোগ্যভাবে ফোনের সরবরাহ দিতে পারবে কিনা তা নিশ্চিত করে নেয়া প্রয়োজন।
জাপানের বিশাল আকারের টেলিযোগাযোগ কোম্পানি এন টি টি দোকোমোর কর্মকর্তারা বলছেন তারাও ফোনের অগ্রিম ক্রয়াদেশ স্থগিত রাখছেন।
হুয়াওয়েইয়ের একজন কর্মকর্তা গতকাল বলেছেন যুক্তরাষ্ট্রের আরোপিত ব্যবসায়িক নিয়ন্ত্রণ সত্ত্বেও জাপানে স্মার্ট-ফোন বিক্রির লক্ষ্যমাত্রা বদল করে নেয়ার পরিকল্পনা কোম্পানির নেই।
হুয়াওয়েই টেকনোলোজিস জাপান এই পদক্ষেপ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। কোম্পানি বলছে গৃহস্থালি যন্ত্রপাতি বিক্রির দোকানের মাধ্যমে জাপানে নির্ধারিত সময়সূচী অনুযায়ী নতুন মডেল বিক্রি করা হবে।